Twaha on Humayun: হুমায়ুন মুসলিম হয়ে জন্মায়নি, মুসলিম ঘরে জন্মেছে: ত্বহা সিদ্দিকি

Twaha on Humayun: শোকজ করার পরও নিজের অবস্থান থেকে একটুও সরেননি হুমায়ুন। তিনি স্পষ্ট বলেছেন, শুভেন্দু অধিকারী আমার কমিউনিটিকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা প্রত্যাহার করা না হলে আমি ছাড়ব না।

Twaha on Humayun: হুমায়ুন মুসলিম হয়ে জন্মায়নি, মুসলিম ঘরে জন্মেছে: ত্বহা সিদ্দিকি
হুমায়ুনকে কী বললেন ত্বহাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 17, 2025 | 8:11 PM

হুগলি: বিরোধী দলনেতার উদ্দেশে করা মন্তব্যের জেরে শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এমন মন্তব্য করেছেন যার জেরে বারবার তাঁকে চিঠি দেওয়া হচ্ছে দলের তরফে। জবাবদিহিও করতে হয়েছে তাঁকে। এবার সেই হুমায়ুন কবীরকে নিয়ে মন্তব্য করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি।

তাঁকে শোকজ করার পরও নিজের অবস্থান থেকে একটুও সরেননি হুমায়ুন। তিনি স্পষ্ট বলেছেন, শুভেন্দু অধিকারী আমার কমিউনিটিকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা প্রত্যাহার করা না হলে আমি ছাড়ব না। মুর্শিদাবাদে গেলে শুভেন্দুকে দেখে নেবেন বলেও বারবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হুমায়ুনের বক্তব্য, ‘আমি আগে একজন মুসলিম। পরে দলের সদস্য।’ এদিকে, তৃণমূল বলছে, ব্যক্তিস্বত্ত্বার উর্ধ্বে গিয়ে হুমায়ুন একজন বিধায়ক, তাই তাঁর সচেতন হয়ে মন্তব্য করা উচিত।

হুমায়ুনের বক্তব্য় সম্পর্কে ত্বহা সিদ্দিকি বলেন, “উনি ভুল বলছেন। উনি মুসলিম ঘরে জন্মেছেন। মুসলিম হয়ে জন্মাননি। উনি মানুষ হয়ে জন্মেছেন। আমরা সবাই মানুষ হয়ে জন্মেছি। আমাদের আদি পিতার নাম আদম।” উদাহরণ হিসেবে ত্বহা বুঝিয়ে দিয়েছেন, এমনও তো হতে পারে যে সন্তানের জন্ম দেওয়ার সময় মুসলিম মায়ের মৃত্য়ু হল, আর সন্তানকে নিয়ে গেল কোনও হিন্দু পরিবার।

এদিন ত্বহা সিদ্দিকি আরও দাবি করেছেন, এমন অনেক বিধায়ক আছেন, যাঁরা দিনে তৃণমূল আর রাতে বিজেপি। সে সব কথা নাকি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কানেও তুলেছেন তিনি। তিনি চান, এবার যাঁরা বিধায়ক হবেন, তাঁরা যেন ভাল মানুষ হন। মমতা এদিন ফুরফুরা শরিফে ইফতারে যোগ দিতে গিয়েছিলেন।