পাণ্ডুয়া: একজনের বাইকের পিছনে বসেছিল বন্ধু, একজনের স্ত্রী। হুগলির বৈঁচিতে জিটি রোডের কাছে বাইক দুটি মুখোমুখি হতেই মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল দুই যুবকের। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে বৈঁচি জিটি রোডে। স্থানীয় সূত্রে খবর, বন্ধু প্রদীপ স্বর্ণকারকে নিয়ে শেখ হায়দার নামে এক যুবক পান্ডুয়া থেকে বৈঁচি ফিরছিলেন। অন্যদিকে সাহানিপাড়া থেকে জিটি রোডে উঠছিলেন দেবব্রত শর্মা। বাইকের পিছনে ছিলেন তাঁর স্ত্রী অর্পিতা শর্মা। জিটি রোডে উঠতেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। গুরুতরভাবে জখম হন চারজনেই। রক্তে ভেসে যায় রাস্তা।
এলাকার বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও ততক্ষণে প্রাণবায়ু শেষ হয়ে গিয়েছে শেখ হায়দার (৩০) ও দেবব্রত শর্মার (২৬)। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে প্রদীপ স্বর্নকার ও অর্পিতা শর্মাকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রের খবর, হায়দার কুয়েতে জুয়েলারির কাজ করতেন। সপ্তাহ দুয়েক আগে বাড়ি ফিরেছিলেন। এদিন সন্ধ্যায় বন্ধু প্রদীপকে নিয়ে গিয়েছিলেন পাণ্ডুয়া। সেখান থেকে বৈঁচি স্টেশন রোডে ধরে বাড়ি ফেরার পথে রাস্তায় ঘটে যায় এ ঘটনা। অন্যদিকে দেবব্রতর বৈঁচিতে রয়েছে ফাস্ট ফুডের দোকান। তিনি এদিন সন্ধ্য়ায় স্ত্রীকে নিয়ে সেখানেই যাচ্ছিলেন বলে খবর। মৃত্যুর খবরে দুই যুবকের পরিবারেই শোকের ছায়া।