Hooghly: জানা ছিল না সাঁতার, গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল স্কুল ছাত্ররা

Hooghly: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে আসে কয়েকজন স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন কোন্নগর বারো মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে যায়। দু'জন হঠাৎ তলিয়ে যায়।

Hooghly: জানা ছিল না সাঁতার, গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল স্কুল ছাত্ররা
জলে ডুবে গেল স্কুল ছাত্ররা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 14, 2025 | 4:41 PM

কোন্নগর: কোন্নগর বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল ছাত্র। স্পিড বোট নিয়ে তল্লাসী বিপর্যয় মোকাবিলা বাহিনীর। ওই সকল ছাত্রদের নাম আমন সিং ও আদর্শ সিং। দু’জনই বয়স ১৫ বছর। রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে আসে কয়েকজন স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন কোন্নগর বারো মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে যায়। দু’জন হঠাৎ তলিয়ে যায়। তিনজন উঠে গেলেও বাকি দু’জন আর জল থেকে উঠতে পারেননি। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জলে ডুবে যাওয়া দুই নাবালককে উদ্ধারের কাজ শুরু করে।

হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা ওই দু’জন। স্কুলে ছুটি থাকায় আজ তাঁরা খেলতে যায় মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর গঙ্গায় স্নান করতে যায়। দুজনেরই কেউ সাঁতার জানতেন না। ঘটনার খবর পেয়ে আসেন পুলিশ। স্থানীয় মানুষ জড়ো হন সেখানে।

এ প্রসঙ্গে কোন্নগর ছয় নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শ্বেতাদ্র বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকেই বারো মন্দির ঘাটে স্নান করতে আসেন। এটা একটা দেবোত্তর জায়গা। তাই কাউকে বারণ করা যায় না। বারো মন্দির ঘাটে আগেও জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন ও আমাদের সতর্ক থাকতে হয়। তবু বারবার এই দুর্ঘটনা ঘটে।”