AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশ চালাচ্ছে একটা হোদল কুতকুত আর একজন কিম্ভুতকিমাকার : মমতা

কোথাও কোথাও আমাদের দোষত্রুটি ছিল, কিন্তু ওদের ভোট দেবেন না।

দেশ চালাচ্ছে একটা হোদল কুতকুত আর একজন কিম্ভুতকিমাকার : মমতা
ডানলপের সভামঞ্চের ছবি
| Edited By: | Updated on: Feb 24, 2021 | 3:25 PM
Share

হুগলি: সোমবারই ডানলপে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৮ ঘণ্টার মধ্যে সেই মাঠেই সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এদিনের সভা থেকে মূলত ত্রিমুখী আক্রমণ শানান। প্রথমত কয়লা কাণ্ড নিয়ে মমতার পরিবারকে জড়ানো হয়েছে বলে বিজেপিকে পাল্টা তোপ দাগলেন তিনি। দীর্ঘদিন ধরে বন্ধ ডানলপ কারখানা। ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী কোনও সুখবর দেন কিনা সেদিকে তাকিয়ে ছিলেন শ্রমিকরা। কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্যে সেরকম কোনও ঘোষণা উঠে আসেনি। এবার মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে সেই কারখানা বন্ধের ইস্যু দিয়ে কেন্দ্রকে নিশানা করলেন। পাশাপাশি এবারের বিধানসভা ভোটে আড়াআড়ি ভাগ দেখা গিয়েছে বিশিষ্ট ও তারকা মহলে। মমতার সভায় এদিন একঝাঁক শিল্পী, তারকা যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলে যোগ দিলেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, মানালি দে-সহ এক ঝাঁক তারকা। মমতা বললেন, হুগলি আজ মিলন তীর্থ।

পঞ্জাবে, উত্তরপ্রদেশে সুরক্ষিত তো মহিলারা?

প্রধানমন্ত্রীকে তোপ দেগে মমতা বিজেপি শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলার দিকে আঙুল তোলেন। মমতা বলেন, দালালি ছাড়া আর কোনও কাজ নেই। ভালর স্বার্থে দু’একটা বলি। কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যা বলেন! ‘খেলা হবে’ আমি থাকব গোলরক্ষক। গান্ধী, নেতাজির থেকে বড় নেতা মোদী? বাংলাকে হিংসা করছে মোদী। দালালি ছাড়া কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী পদটাকে সম্মান করি। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। বাড়ির বউকে কয়লা চোর বলছেন প্রধানমন্ত্রী। মোদী কয়লাচোরদের সঙ্গে ওঠাবসা করেন।

দেশে দুটো নেতা এখন

আমার ঘরের বউরা কয়লা চোর? তোমার সারা শরীরে ময়লা লেগে আছে। কোল, বিএসএনএল বিক্রি করলে কেন জবাব দাও। অন্যদের তোলাবাজ বলে, নিজেরা চুরি করেনা? মোদী কয়লাচোরদের সঙ্গে ওঠাবসা করেন।

ডানলপের শ্রমিকরা হাত তুলুন

ডানলপ কেন পাঁচ বছর ধরে বন্ধ করে দিয়েছেন? নিজে করবেন না আমাকেও করতে দেবেন না। গরিবরা খেলে হয় কাটমানি। সায়নী দুটো টুইট করেছিল। তাতেই থ্রেট দিচ্ছে। বিজেপিতে মেয়েদের পাঠাবেন না। ওঁরা নিরাপদ নন। ওখানে যাঁরা আছে বলতে পারছেন না।

হুগলি যেখানে রামমোহন, শরৎচন্দ্রের জন্ম, সেখানে অনেক কাজ করেছি। আরও হবে।

সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হয়েছে, খেলা তো হবেই

নাও কজনকে অ্যারেস্ট করো। ইনক্লুডিং মি। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর। খেলা তো হবেই। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলা, বাংলা শাসন করবে।

একজন রাবণ আর একজন দানব মিলে দেশ চালাচ্ছে

কজনকে গ্রেফতার করবে? জেল ফুটো হয়ে বেরিয়ে আসবে। কোথাও কোথাও আমাদের দোষত্রুটি ছিল। কিন্তু ওদের ভোট দেবেন না। বাংলা বিক্রি করে দেবে বিজেপি। আপনার এলাকা দখল করে নেবে বিজেপি।

নিজের জেতার ক্ষমতা নেই গেছে ট্রাম্পকে জেতাতে, ওনার অবস্থাও ট্রাম্পের মতো হবে। ট্রাম্পের যা হাল হয়েছে ওঁরও তাই হবে।

বাংলাকে বাঁচতে দিন। হুগলির প্রতিটি আসন আমাদের দিন।