AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singur: শ্রাবণী মেলায় যাওয়ার পথে রাস্তায় পড়ে হাই ভোল্টেজ তার, বড় বিপদ ফেরালেন বাইক আরোহী

Singur: জানা গিয়েছে, দাদপুরে এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন কামারকুণ্ডুর গৌতম ধোলে। বাইকে ফিরছিলেন তিনি। সে সময় তাঁর বাইকের আলো এসে তারে পড়ে।

Singur: শ্রাবণী মেলায় যাওয়ার পথে রাস্তায় পড়ে হাই ভোল্টেজ তার, বড় বিপদ ফেরালেন বাইক আরোহী
বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 12:56 AM
Share

হুগলি: শ্রাবণী মেলা শুরু হয়েছে তারকেশ্বরে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন সেখানে। সেই মেলায় যাওয়ার পথে ওৎ পেতে ছিল বড় বিপদ। বরাত জোরে রক্ষা পেলেন পুণ্যার্থীরা। এদিন সিঙ্গুরের রতনপুরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল রাস্তায়। সেই ছেড়া তার থেকে আগুন জ্বলছিল বলে জানা যায়। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। সে সময় বৈদ্যবাটি তারকেশ্বর রোড ফাঁকাই ছিল। তবে শ্রাবণ মাসে এই সময় সাধারণত এই রাস্তা ফাঁকা থাকে না। বহু জলযাত্রী এই রাস্তা ধরেই পায়ে হেঁটে তারকেশ্বরে যান।

জানা গিয়েছে, দাদপুরে এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন কামারকুণ্ডুর গৌতম ধোলে। বাইকে ফিরছিলেন তিনি। সে সময় তাঁর বাইকের আলো এসে তারে পড়ে। কিছু পরেই কয়েকজন পুণ্যার্থী জল নিয়ে সে পথ ধরে এগিয়ে আসেন। গৌতমবাবুই তাঁদের সতর্ক করে আটকে দেন।

অভিযোগ, তিনি বিদ্যুৎ দফতরে সঙ্গে সঙ্গেই ফোন করেন। কবে কেউ সেই ফোন ধরেননি। এরপরই সিঙ্গুর থানায় জানান। এরপরই সেখানে পুলিশ এসে পৌঁছয়। পুলিশই ডেকে আনে বিদ্যুৎ দফতরের কর্মী। তাঁরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার কেটে রাস্তা থেকে সরিয়ে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। সিঙ্গুরের বিদ্যুৎ দফতরের এক অস্থায়ী কর্মী বিকাশ মান্না বলেন, “আমাদের লোকজন অনেক কম। রাতে মাত্র দু’জন কাজ করি।” কিন্তু বিদ্যুৎ চালু অবস্থায় তার ছিঁড়ে পড়ায় যে কোনও বড় বিপদ হতে পারত। কীভাবে এই তার ছিঁড়ে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে।