AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arrest: ‘হেড স্যর মদ খেয়ে এসেছিলেন’, বসন্তে উৎসবে ‘নোংরামো’র অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

Hooghly: শুক্রবারের বিক্ষোভে চরম যানজট তৈরি হয় রাস্তায়। খবর পেয়ে চণ্ডীতলা ২ ব্লকের যুগ্ম বিডিও ঘটনাস্থলে গেলে তাঁর কাছে অভিভাবকরা ক্ষোভ উগরে দেন

Arrest: 'হেড স্যর মদ খেয়ে এসেছিলেন', বসন্তে উৎসবে 'নোংরামো'র অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 10:26 AM
Share

হুগলি: প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছে চণ্ডীতলার (Chanditala) ওই স্কুলের প্রধান শিক্ষককে। শুক্রবারই তাঁকে গ্রেফতার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। শনিবার তাঁকে শ্রীরামপুর আদালতে তোলা হবে। ওই স্কুলে গত ১০ মার্চ বসন্ত উৎসব ছিল। অভিযোগ, সেখানে প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় হাজির হন। ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন। দুই ছাত্রীর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন বলেও অভিযোগ অভিভাবকদের। এরপরই এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। স্কুলেরই এক ছাত্রীর কথায়, “হেড স্যর বাজে কাজ করেছেন আমাদের সঙ্গে। এমনকী মদ খেয়ে এসেছিলেন। এরপরই আমরা বাড়িতে সবটা বলি।”

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে স্কুলচত্বর। স্কুলের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডানকুনি আরামবাগ অহল্যাবাই রোডের কৃষ্ণরামপুরেও রাস্তা অবরোধ চলে। অভিভাবকদের সঙ্গে সেই বিক্ষোভে শামিল হন পড়ুয়ারাও।

দোলের দু’দিন আগে ওই স্কুলে বসন্ত উৎসব ছিল। অভিভাবক ও ছাত্রীদের অভিযোগ, মদ খেয়ে এসেছিলেন প্রধান শিক্ষক। এরপরই রং মাখাতে গিয়ে ছাত্রীদের হাত ধরে টানাটানি শুরু করেন। বসন্ত উৎসবের নামে নোংরামি হয়েছে বলে অভিযোগ করে পড়ুয়ারা। যদিও ওই প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।

তবে শুক্রবারের বিক্ষোভে চরম যানজট তৈরি হয় রাস্তায়। খবর পেয়ে চণ্ডীতলা ২ ব্লকের যুগ্ম বিডিও ঘটনাস্থলে গেলে তাঁর কাছে অভিভাবকরা ক্ষোভ উগরে দেন। প্রায় ঘণ্টা চারেক ধরে বিক্ষোভ অবরোধ চলে। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিক্ষোভ চলাকালীন প্রধান শিক্ষক স্কুলের ভিতরেই ছিলেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরই এক অভিভাবক চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিমান ঘোষ বলেন, বর্তমান সরকারের আমলে গোটা শিক্ষা ব্যবস্থাটাই এভাবে ক্ষয়িষ্ণু। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের মান রাখতে পারছে না। যদিও পাল্টা চণ্ডীতলা-২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি বিকাশ ঘোষ বলেন, “বিরোধীদের কাজ সমালোচনা করা। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে তাঁর শাস্তির দাবি জানাচ্ছি।”

শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!