হুগলি: কোন্নগরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির রঙ লাগতে শুরু করেছে। বৃহস্পতিবারই উত্তরপাড়া থানায় যায় বিজেপির একটি প্রতিনিধি দল। দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে তাদের দাবি, নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। শাসকদলের মদতে সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে। কোন্নগরের ঘটনায় স্থানীয় মহিলা কাউন্সিলরের ভূমিকা প্রশ্নের মুখে পড়ার মতো বলে অভিযোগ তাঁর। উনি দোষীদের আড়াল করতে চাইছেন বলেও দাবি বিধায়কের। অভিযোগ, গত মার্চ মাসে ওই তরুণীকে এক যুবক ধর্ষণ করেন। সেই নির্যাতনের ভিডিয়ো করা হয়। পরে সেই ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে আরও তিন যুবক তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের হয়েছে।
এদিন বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “ন্যক্কারজনক ঘটনা। হাঁসখালি থেকে শুরু করে বীরভূম সব জায়গায়, রোজ এই একই ঘটনা ঘটছে। তাতেই নতুন সংযোজন কোন্নগর। একটা বাচ্চা মেয়ে তাঁকে এক মাস ধরে নির্যাতন করা হচ্ছে। কারও কাছে কোনও খবর নেই? পুলিশের কী ভূমিকা? অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার যখন সে বলেছে তারপর তা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন স্থানীয় কাউন্সিলর। উনি তো একজন মেয়ে।”
যদিও এলাকার ওই মহিলা কাউন্সিলর জানান, “এই অভিযোগ ভিত্তিহীন। আমার কাছে কেউ আসেওনি। প্রশাসনের যা করা উচিৎ সেটাই করবে। আমরা কাউকে প্রশ্রয় দেব না। অন্যায় করলে বিচার হবেই।” এদিন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মোহন আদক দলীয় কর্মী সমর্থক ও মহিলা মোর্চার সদস্যদের নিয়ে উত্তরপাড়া থানার আইসি পার্থ শিকদারের সঙ্গে দেখা করেন। ছিলেন বিধায়ক বিমান ঘোষও। এই ঘটনার প্রতিবাদে বিজেপি বড়সড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: Teacher Arrested: ছাত্রী ব্যালকনিতে না এলে মন ভাল লাগে না স্যরের, এরপর যা পরিণতি হল শিক্ষকের…