
শ্রীরামপুুর: কোলে নিতে ইচ্ছা করছে বলে সদ্যজাতকে চেয়ে নিয়েছিল মহিলা। আর তারপরই সবাইকে চমকে দিয়ে পালানোর চেষ্টা। এমনই চাঞ্চল্যকর ঘটনা হুগলির শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় হাসপাতার চত্বরে। তবে কিছু সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয় সদ্যজাতকে। আটক করা হয়েছে এক মহিলাকে। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা।
সূত্রের খবর, গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রণ নিয়ে ওয়ালস্ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সিজারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম দেন। তারপর থেকে ভর্তি ছিলেন হাসপাতালেই। এদিন সাড়ে এগারোটা নাগাদ তাঁর ছুটি হয়। এদিকে তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেই সময় হাসপাতালের বাইরে গাড়ি ডাকতে গিয়েছে পরিবারের লোকজন। এরইমধ্যে কালো বোরখা পরিহিত এক মহিলা সেখানে চলে আসেন। এসেই জানান তাঁরও নাতি হয়েছে। কিন্তু সে অসুস্থ। তাঁর নাকি তাই এই সদ্যজাতকে কোলে নিতে ইচ্ছা করছে। বলা মাত্রই শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে চম্পট দেন। তাতেই তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালে।
খবর দেওয়া হয় পুুলিশে। শুরুতেই পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে দেয়। তাতেই হাসপাতালের গেট দিয়ে ওই মহিলাকে বেরিয়ে যেতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে চলে যান আইসি শ্রীরামপুর, এসিপি-সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মুহূর্তেই গোটা এলাকায় নাকা চেকিং শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত নাগার মোড়ে আটক করা হয় মহিলাকে। তিনি কোনও চক্রের সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে শিশুটিকে।