Chanditala: জেনারেটরের সঙ্গে চুল জড়িয়ে বেরিয়ে এল খুলি, মর্মান্তিক পরিণতি মহিলার

Woman Death: উজ্জ্বলার খোলা চুল হঠাৎ করে জেনেরেটরে জরিয়ে যায়। মাথার খুলি উড়ে যায়। ধপ করে নিচে পড়ে যান। ঘটনায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। আজ শ্রীরামপুর হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

Chanditala: জেনারেটরের সঙ্গে চুল জড়িয়ে বেরিয়ে এল খুলি, মর্মান্তিক পরিণতি মহিলার
মৃত মহিলা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 13, 2024 | 4:02 PM

চণ্ডীতলা: জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় দুর্ঘটনা। জেনারেটরে চুল জরিয়ে মৃত্যু গৃহবধূর। ছেলেকে নিয়ে স্বামীর ইঞ্জিন ভ্যানে বসে শোভাযাত্রায় ছিলেন উজ্জ্বলা সাঁতরা(৩০)। সেই সময় ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

মঙ্গলবার রাত্রিবেলা চণ্ডীতলার কলাছড়ায় জগদ্ধাত্রী প্রতিমার শোভাযাত্রা চলছিল। একটি প্রতিমা ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। সেই শোভাযাত্রায় আট বছরের মেয়ে দুই বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা সাঁতরা। অনেকটা পথ হাঁটতে অসুবিধা হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরার ইঞ্জিন ভ্যানে উঠে বসেন। সেই ভ্যানে ছিল জেনারেটর।

উজ্জ্বলার খোলা চুল হঠাৎ করে জেনেরেটরে জরিয়ে যায়। মাথার খুলি উড়ে যায়। ধপ করে নিচে পড়ে যান। ঘটনায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। আজ শ্রীরামপুর হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

মৃতার স্বামী এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পরেছেন। চণ্ডীতলা থানায় এসে কাঁদতে-কাঁদতে বলেন, “ছোটো ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না। আমিই বললাম ভ্যানে উঠতে। সেই ভ্যানেই এভাবে মৃত্যু হল উজ্জ্বলার।”