Hooghly: মহিলা বসতেই স্প্রে করেন টোটোচালক, তারপর চলন্ত টোটো থেকে ঝাঁপ…

Hooghly: জগুদাশপাড়ার একজন মহিলা সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। পূর্বাকে দেখে চিনতে পারেন। টোটোচালককে ধরেন ওই মহিলা। পূর্বার বাড়িতে খবর দেওয়া হয়। ওই টোটোচালকের টোটোতে করেই জগুদাশপাড়ায় আনা হয় পূর্বাকে।

Hooghly: মহিলা বসতেই স্প্রে করেন টোটোচালক, তারপর চলন্ত টোটো থেকে ঝাঁপ...
তাঁকে অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ মহিলারImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 18, 2025 | 2:46 PM

চুঁচুড়া: ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। টোটোয় করে যাওয়ার পথে চালক যেচে নানা কথা বলছিলেন। আচমকা মহিলার সামনে কোনও কিছু স্প্রে করলেন টোটোচালক। তারপরই চোখ বুজে আসছিল। নিজেকে বাঁচাতে চলন্ত টোটো থেকে ঝাঁপ দিলেন মহিলা। ঘটনাটি হুগলির চুঁচুড়ার। মহিলার অভিযোগ, টোটোচালক তাঁকে অপহরণের চেষ্টা করছিলেন। অভিযুক্ত টোটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

চুঁচুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের জগুদাশপাড়ার বাসিন্দা পূর্বা আশ। গতকাল ছেলেকে স্কুল থেকে তিনি আনতে যাচ্ছিলেন।
ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে তাঁর ছেলে। টোটোতে চেপে ছেলেকে আনতে যাচ্ছিলেন পূর্বা।

তাঁর অভিযোগ, ব্যান্ডেলের দিকে যাওয়ার বদলে তাঁকে কাপাসডাঙার দিকে নিয়ে যান টোটোচালক। তাতে তাঁর সন্দেহ বাড়ে। তখনই চালক কিছু রাসায়নিক ছড়িয়ে দেন বলে অভিযোগ। তাঁর চোখ বুজে আসছিল। বিপদের গন্ধ পেয়ে টোটো থেকে ঝাঁপ দেন পূর্বা।

জগুদাশপাড়ার একজন মহিলা সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। পূর্বাকে দেখে চিনতে পারেন। টোটোচালককে ধরেন ওই মহিলা। এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। পূর্বার বাড়িতে খবর দেওয়া হয়। ওই টোটোচালকের টোটোতে করেই জগুদাশপাড়ায় আনা হয় পূর্বাকে। সেখানে টোটোচালককে আটকে রেখে চুঁচুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়।

পূর্বা আশ বলেন, “পথে টোটোচালক নানা কথা বলছিলেন। কখনও বলছিলেন, ধরে বসুন, রাস্তা খারাপ। বারবার পিছনে ফিরে গল্প করছিলেন। তারপর একটা শিশি খোলেন। কটু গন্ধ বেরোতে থাকে। চোখ বুজে আসছিল। ছেলের কথা মনে পড়তেই টোটো থেকে ঝাঁপ মারি।” চুঁচুড়া থানায় তিনি অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত টোটোচালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।