আরামবাগ: সুদের টাকা না মেটাতে পারায় যুবককে গুলি করল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে হুগলির (Hooghly) গোঘাটের মথুরা গ্রামের পূর্ব অমলাপাড়ায়। গুলিবিদ্ধ হয়েছেন এলাকার বাসিন্দা অর্জুন রায়। সূত্রের খবর, কিছুদিন আগে এলাকার এক যুবকের থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন অর্জুনের বাবা ফটিক রায়। সুদ সমেত সেই টাকা ফেরত দেওয়ার কথাও ছিল। কিন্তু, সেই টাকা সময়মতো ফেরত দিতে না পারায় লাগাতার পাওনাদারদের তাগাদার মুখেও পড়ছিলেন তিনি।
অভিযোগ, শনিবার গভীর রাতে একটি বাইকে করে তিন যুবক এসে আচমকা হামলা চালায় ফটিকের উপর। ছোড়া হয় তিন থেকে চার রাউন্ড গুলি। সেই সময় ফটিক রায়ের ছেলে অর্জুন রায় বাধা দিতে এলে তার বাঁ হাতে দুষ্কৃতীরা গুলি করে বলে খবর। এদিকে ততক্ষণে তাঁদের চিৎকারে ওই জায়গায় এসে গিয়েছেন এলাকার লোকজন। তাঁদের দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও একজনকে ধরা পড়ে যায়।
খবর যায় গোঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের হাতে ওই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয়। যদিও তাঁর নাম পরিচয় এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খোঁজ চলছে বাকিদের। একইসঙ্গে যার থেকে সুদে টাকা নিয়েছিলেন ফটিকবাবু তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। অন্যদিকে অর্জুনকে উদ্ধার করে রাতেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।