
সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সবচেয়ে বড় সমস্যা হয় OPD টিকিট কাটার লম্বা লাইন। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় ডাক্তার দেখানোর সুযোগ পান না অনেকে। অসুস্থ মানুষরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আরও অসুস্থ হয়ে পড়েন।এই সমস্যার সমাধান হিসেবে চালু হয়েছে অনলাইন OPD টিকিট বুকিং ব্যবস্থা। স্মার্টফোন বা কম্পিউটার থাকলেই এখন ঘরে বসে আগে থেকেই সরকারি হাসপাতালে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে নিতে পারবেন।
অনলাইন OPD টিকিট কী
অনলাইন OPD টিকিট হল সরকারি হাসপাতালের আউটডোর বিভাগে চিকিৎসকের সঙ্গে দেখা করার আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্টার তারিখ ঠিক করে রাখার টিকিট। এই ব্যবস্থায় রোগী নির্দিষ্ট তারিখে ও নির্দিষ্ট বিভাগে ডাক্তার দেখানোর সুযোগ পান। ফলস্বরূপ টিকিট কাটার লাইনে কমছে ভিড়। রোগী ও তাঁর পরিবারকে আগের দিন রাত থেকে বা ভোর থেকে হাসপাতালের লাইনে দাঁড়াতে হবে না।
অনলাইন OPD টিকিট কীভাবে বুক করবেন?
প্রথমে সরকারি OPD বুকিং পোর্টালে গিয়ে মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে।(https://onlinehmis.wbhealth.gov.in) । পেজটিতে ঢুকে প্রথমে আপনার মোবাইল নম্বর দেবেন। OTP যাচাইয়ের প্রথমেই পাবে হাসপাতালের নামের অপশন। সেখানে গেলে রাজ্যের সমস্ত হাসপাতালের নামের লিস্ট পেয়ে যাবেন। হাসপাতালের নাম বেছে নেওয়ার পর আপনার নাম বয়স, শহর, থানা, রাজ্য, আধার কার্ড নম্বর সহ ফর্ম ফিল আপে যে যে তথ্য লাগবে সেগুলো নির্ভুল ভাবে এন্টার করবেন। । এরপর চিকিৎসার বিভাগ অর্থাৎ কোন রোগের জন্য দেখাবেন সেটি নির্বাচন করলে উপলব্ধ তারিখ ও স্লট দেখতে পাবেন। পছন্দের তারিখ বেছে স্লট বুক করে নিলেই হয়ে যাবে।
বুকিং কনফার্ম হলে একটি টিকিট জেনারেট হবে। যেটির প্রিন্ট আউট নিয়ে নির্দিষ্ট দিনে হাসপাতালে পৌঁছলেই লাইন না দিয়ে টিকিট কেটেই ডাক্তার দেখাতে পারবেন।