Howrah Bally: ফ্ল্যাট নিয়ে মহিলার সঙ্গে প্রতারণা, বালিতে গ্রেফতার ৩ প্রোমোটার
Howrah Bally: হাওড়ার বালি থানার অন্তর্গত ৫৮ নম্বর ডিঙসাই পাড়া রোডের বাসিন্দা জুঁই মুখোপাধ্যায়। ২০১৭ সালে তিনি তাঁর পুরনো বাড়িতে ৪০/৬০ পার্সেন্টেজে প্রমোটিং এর জন্য চুক্তিপত্র করেন। জানা গিয়েছে, সেই সময় প্রোমোটাররা তাঁকে নগদ টাকা ও ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বালি: বাড়ি তুলে দিয়েছিলেন প্রোমোটারদের হাতে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট দেওয়ার পাশাপাশি নগদ টাকা দেওয়া হবে। অভিযোগ, কাজের কাজ কিছুই হল না। উল্টে সব কিছু খুইয়ে পথে বসেছেন মহিলা। প্রতারিত মহিলার তরফে এক স্থানীয় বাসিন্দা বালি থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তিন প্রোমোটার।
হাওড়ার বালি থানার অন্তর্গত ৫৮ নম্বর ডিঙসাই পাড়া রোডের বাসিন্দা জুঁই মুখোপাধ্যায়। ২০১৭ সালে তিনি তাঁর পুরনো বাড়িতে ৪০/৬০ পার্সেন্টেজে প্রমোটিং এর জন্য চুক্তিপত্র করেন। জানা গিয়েছে, সেই সময় প্রোমোটাররা তাঁকে নগদ টাকা ও ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে বহুতল তৈরি হয়ে ফ্ল্যাট বিক্রি হয়ে গেলেও কোনও প্রতিশ্রুতি রাখেননি প্রোমোটাররা। বর্তমানে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। জুঁইদেবীর পূর্ব পরিচিত ছিলেন ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী। ওই ব্যক্তি যখন দেখেন একজন বৃদ্ধাকে দিনের পর দিন ঠকানো হচ্ছে তখন তিনি বালি থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে মূল চক্রীসহ গ্রেফতার করা হয় তিনজনকে। অবসাদগ্রস্ত মানসিক ভারসাম্যহীন মহিলার চিকিৎসা চলছে। ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ধৃতদের তিনদিনের পুলিশি হেফাজত হয়েছে।