AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Accident: চোখের পলকেই সব শেষ! হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত ২, হাসপাতালে আরও ৩

Howrah Accident: শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে শিবপুরের ফরসোর রোডে। গিয়াসউদ্দিনের গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান (২৫)। বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে। সূত্রের খবর, মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন।

Howrah Accident: চোখের পলকেই সব শেষ! হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত ২, হাসপাতালে আরও ৩
শোকের ছায়া পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 6:53 AM
Share

হাওড়া: মাঝরাতেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বিধায়কের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি দু’জনকে। অন্যদিকে আরও তিনজন বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে এই ভয়াবহ ঘটনা ঘটে। গাড়িটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না বলেই খবর। তবে ছিলেন পাঁচ যাত্রী। তাঁদের মধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে শিবপুরের ফরসোর রোডে। গিয়াসউদ্দিনের গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান (২৫)। বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে। সূত্রের খবর, মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যে সময় ঘটনাটি ঘটে সেই সময়  তীব্র গতিতে ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারে ধাক্কা মারে। 

গতি এতোই বেশি ছিল যে ধাক্কার তীব্রতায় গাড়িটির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকেও যায়। আর মূল অংশ একেবারে সামনে ছিটকে পড়ে। ধাক্কার অভিঘাতে চোখের পলকে একেবারে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। তীব্র আওয়াজে ছুটে আসেন স্থানীয় লোকজন। শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ পাঁচজনকে উদ্ধার করে ঘটনাস্থলে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।