Kalyan Banerjee: ‘বাংলার উন্নয়ন হলে মমতার নাম হবে, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না’, আক্রমণে কল্যাণ

Kalyan Banerjee: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। একযোগে তোপ দাগলেনল সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধেও।

Kalyan Banerjee: ‘বাংলার উন্নয়ন হলে মমতার নাম হবে, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না’, আক্রমণে কল্যাণ
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 8:24 AM

হাওড়া: হাতে আর মাত্র কটা দিন। যে কোনও মুহূর্তে হয়ে যেতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা। তার আগে শেষ মুহূর্তের ভোট প্রচারে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সবদলের নেতারা। কখনও বিজেপির বিরুদ্ধে আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল (Trinamool Congress) নেতারা। আবার পাল্টা দিচ্ছেন পদ্ম শিবিরের নেতারাও। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। 

শনিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাওড়া জগৎবল্লভপুরের খাড়া পাড়ায় এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন, বললেন, “গত চার বছরে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের জন্য কিছু করেনি। অথচ ২০০৯ সাল থেকে ১১ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য একাধিক প্রকল্পের কাজ করেছেন।” পাশাপাশি চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কল্যাণের অভিযোগ, “বিরোধী দলনেতার কাজ হল দিল্লিতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে নালিশ করা। তারা যখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে পাওনা টাকার দাবি জানাচ্ছেন তখন বিজেপির নেতারা উল্টো কথা বলছেন। তারা বলছেন পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র যেন টাকা না দেয়। পশ্চিমবঙ্গের উন্নয়ন যাতে বন্ধ থাকে। টাকা দিলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হবে। তাই টাকা দিতে হবে না। তাই কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা, সড়ক যোজনার টাকাসহ একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না। ওদের একমাত্র কাজ তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসা করা।”

তবে শুধু বিজেপিকে নয়, “একযোগে আক্রমণ শানান সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধেও। বলেন, কংগ্রেস, সিপিএমের কোনও গঠনমূলক কাজ নেই। এদের একটাও ভাল কাজ দেখাতে পারবেন না।” প্রসঙ্গত, শনিবার তিনি খাড়াপাড়া সেতু, জল প্রকল্প এবং জগৎবল্লভপুর গ্রামীন হাসপাতালের নতুনভাবে তৈরি দাঁত এবং চোখের ইউনিটের উদ্বোধন করেন।