হাওড়া: হাওড়া স্টেশন চত্বরে বেসরকারি অ্য়াপ-ক্যাব সংস্থার গাড়ির পার্কিং নিয়ে ঝামেলা। বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড। সূত্রের খবর, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ৩ নম্বর পার্কিংয়ের কাছে নো এন্ট্রিতে গাড়ি পার্কিং করা নিয়ে ঝামেলার সূত্রপাত। তা নিয়ে পুলিশের সঙ্গে গাড়ির চালকের বচসা বেঁধে যায়। রাস্তা অবরোধ করতে যান অন্যান্য গাড়ির চালকরা। তখনই ৫ জন গাড়ির চালককে আটক করে পুলিশ। নিয়ে যাওয়া হয় গোলাবাড়ি থানায়। এদিকে সহকর্মীদের ছাড়াতে ততক্ষণে থানায় ছুটেছেন অন্যান্য চালকরা। ঘেরাও করে রাখলেন গোলাবাড়ি থানা।
সূত্রের খবর, এদিন হাওড়া স্টেশনে যখন পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে বচসা চলছে চালকদের তখন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। তাতেই আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই অ্যাপ-ক্যাব সংস্থার চালকদের সংগঠনের সহ সম্পাদক বিপ্লব দত্ত রায়। তাঁর সাফ দাবি পুলিশ মিথ্যা অভিযোগ করছে চালকদের বিরুদ্ধে। পুলিশের মারেই তাঁদের এক কর্মী মারাত্মকভাবে জখম হয়েছেন বলে তিনি জানিয়েছে। তাঁকে বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে লাঠিচার্জ করা হয়নি। নো এন্ট্রিতে গাড়ি পার্ক করায় বাধা দিতে গেলে চালকরা বচসা শুরু বলে জানিয়েছে পুলিশ। অবরোধ করতে গেলে তাদের আটকানো হয়। তখনই তাঁরা পুলিশের গায়ে হাত তোলে বলেও অভিযোগ। তারপরই তাঁদের গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের। এদিকে হাওড়া স্টেশনে এ ঘটনা নতুন নয়। বর্তমানে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় হাওড়া স্টেশনে। পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় চারচাকার চালকদের। অন্যদিকে অ্যাপ-ক্যাবের পার্কিংয়ে চড়া পার্কিং চার্জ নিয়েও আবার প্রায়শই অভিযোগ করেন নিত্যযাত্রীরা।