হাওড়া: পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন জগদীশপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান বিজেপি (BJP) নেতা গোবিন্দ হাজরা (Govinda Hazra)। তাঁর বিরুদ্ধে তদন্তে নেমে চোখ কপালে উঠল পুলিশের। জানা গিয়েছে, সামান্য দুধ বিক্রেতা থেকে আজ তিনি প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক! তাঁর সম্পত্তির বহর দেখে অবাক পুলিশও। পুলিশ এখন সন্ধান করছে, কীভাবে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রেতা থেকে প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন এই পঞ্চায়েত প্রধান!
ক্ষমতায় থাকাকালীন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন হাওড়া জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। পরে তিনি যোগ দেন বিজেপিতে। সম্প্রতি আর্থিক তছরুপের অভিযোগে পাণ্ডবেশ্বর থেকে তাঁকে লিলুয়া থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিপুল সম্পত্তির হদিশ পায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এলাকার বাসিন্দাদের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে গোবিন্দের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে লিলুয়া থানায়। রীতিমতো নাগরিক মঞ্চ তৈরি হয় এই নেতার বিরুদ্ধে। হার্ডওয়্যারের দোকান থেকে জিনিস কিনে টাকা না দেওয়া থেকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত গোবিন্দ। সরকারি খাস জমি বিক্রি করে সেখানেও নিজের সম্পত্তি বানানোর অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে।
গত ২০ বছর গোবিন্দ জগদীশপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন। পুলিশ সূত্রে খবর, ডালের ব্যবসা দিয়ে শুরু। কিন্তু সেটাও চুরি করে বিভিন্ন বাজারে বিক্রি করার অভিযোগ রয়েছে গোবিন্দর বিরুদ্ধে। তার পর একটা সময় জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের দেবীরপাড়া ৩ নম্বর এলাকার বাসিন্দা গোবিন্দ হাজরা বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতেন। অন্যদিকে এই ডাল চুরি থেকেই গোবিন্দর আর্থিক প্রতারণার শুরু বলে মনে করছে পুলিশ। এদিন ধৃতকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে পুলিশ, এমনটাই খবর।
আরও পড়ুন: দিল্লির ‘পাওয়ার বৈঠকে’ ডাক পাননি, ‘পিকে আমাদের ভাগ্যবিধাতা নন’, কটাক্ষ অধীরের
এ নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, দুর্নীতির কোনও জায়গা নেই। দল, রং, বর্ণ না দেখে পুলিশ যেন ব্যবস্থা নেন ওই নেতার বিরুদ্ধে। অন্যায় করলে শাস্তি হবেই।