Howrah: বাড়ি বাড়ি গিয়ে নয়, ক্লাসরুমেই SIR-এর কাজ!

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2025 | 4:20 PM

শুধু তাই নয়, তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঘনিষ্ঠদের মধ্যে ফর্ম বিলি করছেন বিএলও। ঘটনাটি হাওড়া সাঁকরাইল পাঁচপাড়া হাজী আকবর আলি কাজি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ১৭৩ নম্বর পাটের বুথ নম্বর ৯৩,৯৪,৯৫। সেখানেই ঘটে গিয়েছে এমন ঘটনা। আর যা প্রকাশ্যে আসতেই শুরু হইচই। 

বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর ফর্ম বিলি করতে বলেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের ক্লাসরুমের মধ্যে এসআইআরের ফর্ম বিতরণ তৃণমূল নেতাদের। শুধু তাই নয়, তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঘনিষ্ঠদের মধ্যে ফর্ম বিলি করছেন বিএলও। ঘটনাটি হাওড়া সাঁকরাইল পাঁচপাড়া হাজী আকবর আলি কাজি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ১৭৩ নম্বর পাটের বুথ নম্বর ৯৩,৯৪,৯৫। সেখানেই ঘটে গিয়েছে এমন ঘটনা। আর যা প্রকাশ্যে আসতেই শুরু হইচই।