Howrah: আচমকা উথাল-পাথাল ঢেউ, খেলনার মতো মাঝ গঙ্গায় হারিয়ে গেল আস্ত স্পিড বোট
Howrah: সূত্রের খবর, গত কয়েকদিনে বারবার বান এসেছে ওই এলাকায়। এদিনও বান আসার আশঙ্কা ছিল। তারপরও কীভাবে ওই চারজন মাঝগঙ্গায় গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

উলুবেড়িয়া: মাঝগঙ্গায় আচমকা ভয়াবহ ঘটনা। শান্ত নদীর মাঝে হঠাৎ উথাল-পাথাল ঢেউ। বড় বড় ঢেউ যেন গিলে খেতে আসছে। সোমবার দুপুরে এমন দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যান নৌকা ও লঞ্চে থাকা মানুষজন। হাওড়ার উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের ঘটনা। ওই এলাকার গঙ্গা নদীতে সাধারণ মানুষের নিত্য যাতায়াত। এই ঘটনায় বড়সড় বিপদের আশঙ্কা ছিল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভিডিয়ো।
এদিন দুপুরে যখন বান আসে, তখনও গঙ্গায় ছিল অনেক লঞ্চ ও নৌকা। তবে বিপদের মুখে পড়ে একটি স্পিড বোট। চারজন যুবক ওই স্পিড বোট নিয়ে মাঝনদীতে চলে গিয়েছিলেন। সেখানেই বান এসে যাওয়ায় খেলনার মতো উল্টে যায় নৌকাটি। ডুবে যায় স্পিড বোট। তবে সেই নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
আশপাশে থাকা লঞ্চ এসে তাঁদের উদ্ধার করে। তবে প্রশ্ন উঠেছে প্রশাসনের তৎপরতা নিয়ে। জানা গিয়েছে, গত দু দিন ধরে বারবার বান আসছে ওই অঞ্চলের গঙ্গায়। সম্প্রতি অমাবস্যা গিয়েছে, সঙ্গে ছিল ভরা কোটাল। আর তার জেরেই বেশ কিছুদিন ধরে গঙ্গা নদীতে বান আসতে দেখা যাচ্ছে।
আজ সোমবার আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ সেই বানের মুখেই পড়ে যায়, এই স্পিডবোডটি। প্রশ্ন উঠেছে, পূর্বাভাস থাকা সত্ত্বেও কীভাবে ওই চার যুবক স্পিড বোট নিয়ে মাঝনদীতে চলে গেল! বড় বিপদ ঘটে যেতে পারত বলেই মনে করছেন বাসিন্দারা।





