হাওড়া: স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে পলাতক স্ত্রী। হাওড়ার সাঁকরাইল থানায় মামলা দায়ের হয়। সেই ঘটনায় এখন পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ স্বামী। পুলিশি নিরাপত্তা চান তিনি। রাজ্যের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, হাওড়ার সাঁকরাইলের ধুলোগড়ে ব্যানার্জি পোলে থাকেন পিন্টু বেইজ। সুপর্ণা নামে এক মহিলার সঙ্গে তাঁর সঙ্গে প্রেম করে বিয়ে হয়। কারখানায় কাজ করে যা আয় করেন তা দিয়েই চলত সংসার। পিন্টুর দাবি,মাস কয়েক আগে স্ত্রী তাঁকে কিডনি বিক্রির প্রস্তাব দেন। যাতে সংসারের আর্থিক অনটন থেকে বেরিয়ে আসা যায়। স্ত্রীর কথামতো কিডনি বেচে দেন পিন্টু। স্ত্রীর হাতে তুলে দেন নগদ দশ লক্ষ টারা। অভিযোগ, এরপরই বাজারে যাওয়ার নাম করে বাড়ি ছেড়ে চলে যান মহিলা।
এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় দ্বারস্থ হন পিন্টু। মামলার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আবেদনকারী বলেন,”আমার কিডনি বেচার টাকায় স্ত্রী পালিয়েছে। সোনা গয়না সব নিয়ে গিয়েছে। পুলিশ এখন আমাকেই গ্রেফতার করতে চাইছে। পুলিশ এফআইআর করেছে। পুলিশ রোজ আসছে। আমাকে থ্রেট করছে।” গোটা বিষয়টি শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,”এটা আপনার পার্সোনাল ইস্যু। আদালত কি করবে? পুলিশ তো তদন্তের জন্য রোজ যাবেই।” মামলার পরবর্তী শুনানি এপ্রিলে।