ED Raid: জুটমিল ঘিরল ইডি, নতুন মামলায় তেড়েফুঁড়ে ময়দানে এজেন্সি
ED: ২০ কোটি টাকার প্রতারণার মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ইডি তদন্তের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। এরপরই বালিগঞ্জ, ডালহৌসি, হাওড়ায় একযোগে শুরু হয় তল্লাশি। মূলত দুই সংস্থার বিরুদ্ধে সেখানকার অবসরপ্রাপ্ত কর্মীরা মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, কোম্পানি তাঁদের প্রাপ্য পিএফের টাকা দিচ্ছে না বলে অভিযোগ ওঠে।
কলকাতা: সকাল থেকে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা মামলায় একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। হাওড়ার সাঁকরাইলের একটি জুটমিলে এদিন হানা দেয় ইডি। অন্যদিকে জুটমিলের মালিকের বালিগঞ্জের বাড়িতেও পৌঁছে যায় ইডির একটি টিম। পাশাপাশি ডালহৌসির অফিসেও হানা ইডির।
২০ কোটি টাকার প্রতারণার মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ইডি তদন্তের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। এরপরই বালিগঞ্জ, ডালহৌসি, হাওড়ায় একযোগে শুরু হয় তল্লাশি। মূলত দুই সংস্থার বিরুদ্ধে সেখানকার অবসরপ্রাপ্ত কর্মীরা মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, কোম্পানি তাঁদের প্রাপ্য পিএফের টাকা দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই মামলায় আগেই সংস্থার ডিরেক্টরদের তলব করা হয়। এসএফআইও তাঁদের জিজ্ঞাসাবাদ করেছিল।
মঙ্গলবার ইডির টিম জুটমিলে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে। এখানকার কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ঠিকমতো টাকা দেওয়া হয় না তাঁদের। অন্যদিকে অবসরপ্রাপ্তদের পিএফের টাকাও বকেয়া। শ্রমিকদের দাবি, জুটমিল লাভের গুড় ঘরে তুলে নিচ্ছে। অথচ যাঁরা উদয়অস্ত পরিশ্রম করেন তাঁদের বঞ্চনার শিকার হতে হচ্ছে।