Belur Math: ‘এ যুদ্ধ সরকারের নয়, মানুষের’, অপারেশন সিঁদুরকে বলিষ্ঠ সমর্থন বেলুড় মঠের

Belur Math: বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, "ভারতকে কেউ যদি বিন্দুমাত্র আঘাত করে, তাহলে ভারতবর্ষ বসে থাকবে না। প্রত্যাঘাত করবে। তাতে আধ্যাত্মিক দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে কোনও অপরাধ নেই।"

Belur Math: এ যুদ্ধ সরকারের নয়, মানুষের, অপারেশন সিঁদুরকে বলিষ্ঠ সমর্থন বেলুড় মঠের
অপারেশন সিঁদুর নিয়ে কী বললেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 09, 2025 | 6:55 PM

হাওড়া: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনার এই ‘অপারেশন সিঁদুর’-কে অশুভের বিরুদ্ধে শুভর লড়াই হিসেবে দেখছে বেলুড় মঠ। ভারতের এই প্রত্যাঘাতে শাস্ত্র মতো কোনও অপরাধ নেই বলে মন্তব্য করলেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। বরং তিনি বলেন, “প্রত্যাঘাত না করাই অপরাধ।”

শুক্রবার বেলুড় মঠ জেঠি ঘাটে কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-র একটি অনুষ্ঠান হয়। এই ঘাট থেকে প্রায় ২ লক্ষ কুড়ি হাজার বিভিন্ন মাছের চারা ছাড়া হয়। ICAR ও বেলুড় মঠের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি হয়। সেখানেই ভারতের অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “সাধারণ মানুষ যেন আমাদের দেশ ও সরকারের পাশে দাঁড়ায়। এই যুদ্ধ সরকারের যুদ্ধ নয়। এই যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। এবং ভারত মাতৃকাকে যদি কেউ কোনও ধরনের আঘাত করার চেষ্টা করে, ভারত মাতৃকার সন্তান হিসেবে আমরা অবশ্যই প্রত্যাঘাত করব। স্বামীজি বলেছেন, ভারতের কল্যাণ, আমার কল্যাণ। স্বামীজি বলেছেন, ভারতের প্রতিটি ধূলিকণা অত্যন্ত পবিত্র। স্বামীজি বলেছেন, ভারত যৌবনের উপবন, বাধক্যের বারাণসী। অতএব, বিবেকানন্দ-রামকৃষ্ণের সেই ভারত, সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষি-মুনির ভারত, সেই ভারতকে কেউ যদি বিন্দুমাত্র আঘাত করে, তাহলে ভারতবর্ষ বসে থাকবে না। প্রত্যাঘাত করবে। তাতে আধ্যাত্মিক দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে কোনও অপরাধ নেই।”

এরপরই তিনি বলেন, “প্রত্যাঘাত না করাই অপরাধ। সেই জন্য ভারত সরকারের এই যে পদক্ষেপ, একে আমরা শুধু পূর্ণ সমর্থন করছি তা নয়, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাঁরা ভারত সরকার পরিচালনা করছেন, তাঁদের শক্তি দিন। তাঁদের বুদ্ধি দিন, যাতে এই যুদ্ধ আমরা জিততে পারি। এটা অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ। অশুভের উপর শুভর যুদ্ধ। বর্বরতার উপর সভ্যতার যুদ্ধ।”