Christmas Belur Math: ক্যারলের সুরে বিভোর বেলুড় মঠ, মহাসমারোহে পালিত যিশু পুজো

Soumya Saha |

Dec 24, 2022 | 8:12 PM

Belur Math: ঘটনাচক্রে সেই দিনটা ছিল ক্রিসমাস ইভ। আর সেই দিনটি স্মরণ করেই বেলুড় মঠে প্রতি বছর প্রভু যিশুর আরাধনা করা হয় মহা সমারোহে। এবারও তার ব্যতিক্রম হল না।

1 / 5
মহাসমারোহে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে যিশু পুজোর আয়োজন। প্রতিবছর বড়দিনের আগের সন্ধ্যায় এই যিশু পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে।

মহাসমারোহে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে যিশু পুজোর আয়োজন। প্রতিবছর বড়দিনের আগের সন্ধ্যায় এই যিশু পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে।

2 / 5
সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা, ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা করা হয়। কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো নিবেদন করা হয়। সঙ্গে সন্ন্যাসী-মহারাজদের গাওয়া ক্যারল।

সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা, ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা করা হয়। কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো নিবেদন করা হয়। সঙ্গে সন্ন্যাসী-মহারাজদের গাওয়া ক্যারল।

3 / 5
কথিত আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণের এক সপ্তাহ পরে স্বামী বিবেকানন্দ তাঁর অন্যান্য গুরুভাইদের সঙ্গে হুগলির আটপুরে গিয়েছিলেন স্বামী প্রেমানন্দজি বা বাবুরাম মহারাজের বাড়িতে।  এমনই এক শীতের সন্ধ্যায় তিনি ধুনি জ্বালিয়ে তার গুরুভাইদের যিশুখ্রিস্টের জীবনী এবং তাঁর আত্মত্যাগের বর্ণনা করছিলেন।

কথিত আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণের এক সপ্তাহ পরে স্বামী বিবেকানন্দ তাঁর অন্যান্য গুরুভাইদের সঙ্গে হুগলির আটপুরে গিয়েছিলেন স্বামী প্রেমানন্দজি বা বাবুরাম মহারাজের বাড়িতে। এমনই এক শীতের সন্ধ্যায় তিনি ধুনি জ্বালিয়ে তার গুরুভাইদের যিশুখ্রিস্টের জীবনী এবং তাঁর আত্মত্যাগের বর্ণনা করছিলেন।

4 / 5
ঘটনাচক্রে সেই দিনটা ছিল ক্রিসমাস ইভ। আর সেই দিনটি স্মরণ করেই বেলুড় মঠে প্রতি বছর প্রভু যিশুর আরাধনা করা হয় মহা সমারোহে। এবারও তার ব্যতিক্রম হল না।

ঘটনাচক্রে সেই দিনটা ছিল ক্রিসমাস ইভ। আর সেই দিনটি স্মরণ করেই বেলুড় মঠে প্রতি বছর প্রভু যিশুর আরাধনা করা হয় মহা সমারোহে। এবারও তার ব্যতিক্রম হল না।

5 / 5
মূল মন্দিরের ভিতরে ঠাকুরের সন্ধ্যা আরতির পর মন্দিরের ভিতরেই ডান দিকে যীশুর ছবির সামনে এই অনুষ্ঠান হয়। গত দু'বছর করোনার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় এবারে ভক্ত এবং দর্শকের ঢল নেমেছে বেলুড় মঠে। পুজা শেষে ভক্তদের হাতে প্রসাদ মিষ্টি এবং কেক বিতরণ করা হয়।

মূল মন্দিরের ভিতরে ঠাকুরের সন্ধ্যা আরতির পর মন্দিরের ভিতরেই ডান দিকে যীশুর ছবির সামনে এই অনুষ্ঠান হয়। গত দু'বছর করোনার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় এবারে ভক্ত এবং দর্শকের ঢল নেমেছে বেলুড় মঠে। পুজা শেষে ভক্তদের হাতে প্রসাদ মিষ্টি এবং কেক বিতরণ করা হয়।

Next Photo Gallery