Howrah: বিয়েবাড়িতে ছিলেন, স্বামীর ফোন পেয়েই বেরিয়ে আসেন, তারপরই অন্ধকারে স্বামী-স্ত্রীকে চরম অবস্থায় দেখলেন পড়শিরা…চলছে কানাঘুষো ‘স্ত্রী সুন্দরী, এমনটাও কীভাবে সম্ভব?’
Howrah: মঙ্গলবার আরামবাগে বিয়ে বাড়ি গিয়েছিল নার্গিস পারভিন। সেখান থেকেই তাঁকে ফোন করে ডাকেন তাঁর স্বামী। অভিযোগ, রামচন্দ্রপুরে প্রথমে শ্বাসরোধ করে খুন করে তারপর খাল পাড়ে পুঁতে দেন।

হাওড়া: স্ত্রী গিয়েছিলেন বিয়ে বাড়ি। সুন্দরী স্ত্রী। তাঁকে নিয়ে স্বামীর ‘আদিখ্যেতার’ ছিলই। বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে চলে এসেছিলেন। সেই স্বামীই কীভাবে স্ত্রীর সঙ্গে এমনটা করতে পারলেন! ভাবতেও পারছেন না পড়শিরা। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। হাওড়ার বাগনানের রামচন্দ্রপুরের ঘটনা। মৃতের নাম নার্গিস পারভিন (২২)। জানা গিয়েছে, বাগনানের খাজুরনান গ্রামে নার্গিস পারভিন প্রথম পক্ষ স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর মাস চার মাস আগে ওই গ্রামেরই আজাদ খানের সঙ্গে বিয়ে হয়। সেই বিয়ে নিয়ে ছেলের বাড়ির সঙ্গে ঝামেলা চলছিল।
মঙ্গলবার আরামবাগে বিয়ে বাড়ি গিয়েছিল নার্গিস পারভিন। সেখান থেকেই তাঁকে ফোন করে ডাকেন তাঁর স্বামী। অভিযোগ, রামচন্দ্রপুরে প্রথমে শ্বাসরোধ করে খুন করে তারপর খাল পাড়ে পুঁতে দেন। মাটিতে পোঁতার সময় স্থানীয় বাসিন্দারা তা দেখে নেন অভিযুক্ত স্বামী আজাদ খানকে। তাঁকে হাতে নাতে ধরে ফেলেন। পরে খবর দেওয়া হয় থানায়।
পুলিশ গিয়ে মাটি খুঁড়ে গৃহবধূর দেহ উদ্ধার করে। অভিযুক্ত আজাদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “অন্ধকারের মধ্যে আমরা প্রথমে বুঝতে পারিনি। কিছু একটা অদ্ভূত শব্দ শুনতে পাচ্ছিলাম। তাতেই আমরা ঘর থেকে বেরিয়ে আসি। দেখি গর্ত খুঁড়ছিল ও। সেটা দেখেই সন্দেহ হয়। এগিয়ে এসে দেখি এই কাণ্ড। চিৎকার চেঁচামেচিতেই লোক জড়ো হন।”





