Howrah: ‘চেন খুলে যৌনাঙ্গ দেখাতে বলত…’, কাঠগড়ায় টিএমসিপি-র রাজ্য সহ সভাপতি সৌভিক রায়

Howrah: ২০২৩ সালে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদে সভাপতিকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযোগপত্রের কপি পাঠানো হয় ব্যাঁটরা থানা, অ্যান্টি র‌্যাগিং কমিশনেও।

Howrah: চেন খুলে যৌনাঙ্গ দেখাতে বলত..., কাঠগড়ায় টিএমসিপি-র রাজ্য সহ সভাপতি সৌভিক রায়
অভিযুক্ত ছাত্রনেতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 06, 2025 | 7:17 PM

হাওড়া: এবার আরও কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদের আরেক নেতা, কলেজের প্রাক্তনী ছাত্র। হাওড়ার নরসিংহ কলেজে প্রাক্তনী টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের কুকীর্তি ফাঁস! নরসিংহ কলেজের র‌্যাগিংয়ের ভিডিয়োকে হাতিয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ এসএফআই-এর। একাধিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। অভিযোগ, জোর করে প্যান্ট খুলে তাঁদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেতেন সৌভিক রায়।

২০২৩ সালে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদে সভাপতিকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযোগপত্রের কপি পাঠানো হয় ব্যাঁটরা থানা, অ্যান্টি র‌্যাগিং কমিশনেও। তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। এখন নিজের পদেই বহাল তবিয়তে অভিযুক্ত বসে রয়েছেন বলে অভিযোগ।

TV9 বাংলায় ফোনে এক অভিযোগকারী ছাত্র বলেন, “প্রথমে রুমে আসতে বলা হত। আমি বিকম ইভিনিং কলেজ। রাত ৮টার পর সবাই যখন বেরিয়ে যেত, তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হত। আমি আর আমার কয়েকজন বন্ধুকে বলছিল,চেন খুলে প্যান্ট খুলতে বলত, যৌনাঙ্গ দেখত, ভিডিয়ো করাত, ছ্যাঁকা দেওয়া, প্যান্টে জল ফেলে দেওয়া। প্রতিবছর কোনও না কোনও ছেলেকে ধরে করত। আমরা এটা নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়ে ছিলাম। কয়েকজন দাদার সাহায্যে জানাই।”

শিউরে ওঠার মতো অভিযোগ। এই নিয়ে TV9 বাংলাকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “যদি এই ঘটনার সত্যতা দেখি, নিশ্চয়ইভাবে পদক্ষেপ করব। আমি সেরকম কোনও অভিযোগ পাইনি। আমি নিশ্চিতভাবে খোঁজ নিয়ে কথা বলব।”

এই নিয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “ক্যাম্পাসের মধ্যে অপরাধচক্র সক্রিয়।এই ধরনের নেতাদের মদত দেওয়া হচ্ছে। ” তবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত ছাত্রনেতার।