Howrah: সরস্বতী পুজোয় স্কুলের বাইরে গেটের সামনে দাঁড়িয়েই কিনা এসব! ‘মেনে নেওয়া যায় না…’, বলছেন প্রতিবেশীরাই
Howrah: রামরাজাতলায় একটি গার্লস স্কুলের সামনে ওই ছাত্রী দাঁড়িয়েছিল। তখনই তিন যুবক তাকে উত্ত্যক্ত করে বলে অভিযোগ। দূর থেকে বাবা দেখতে পেয়েই এগিয়ে আসেন। স্কুলের সামনেই বেপরোয়া আচরণ করতে থাকেন যুবকরা।

হাওড়া: স্কুলের সরস্বতী পুজোতে এসেছিল। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, খাওয়া দাওয়ার পর স্কুলের অদূরে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ছিল ছাত্রী। হঠাৎই সামনে বাইক নিয়ে এসে তিন যুবক। ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। তখন সামনে চলে আসেন ছাত্রীর বাবা। প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিয়োগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার রামরাজাতলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামরাজাতলায় একটি গার্লস স্কুলের সামনে ওই ছাত্রী দাঁড়িয়েছিল। তখনই তিন যুবক তাকে উত্ত্যক্ত করে বলে অভিযোগ। দূর থেকে বাবা দেখতে পেয়েই এগিয়ে আসেন। স্কুলের সামনেই বেপরোয়া আচরণ করতে থাকেন যুবকরা। ছাত্রীর বাবা প্রতিবাদ করায় বাদানুবাদে জড়িয়ে পড়েন। তা থেকেই হাতাহাতি। অভিযোগ, অভিযুক্তরা মেরে ছাত্রীর বাবার মাথা ফাটিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। জানা যাচ্ছে, ওই ছাত্রীকে আগে থেকেই চিনতেন ওই তিন যুবক। তাকে আগে থেকেই উত্ত্যক্ত করত। সে কারণেই এদিন ছাত্রীর বাবা প্রতিবাদ করেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি একটু দূরে ছিলাম। দেখলাম যে মারপিট হচ্ছে। একটা ছেলের হাতে বালা ছিল, সেই হাত দিয়েই এমন মেরেছে, যে মেয়েটার বাবার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। মেয়েটাকে নাকি থ্রেট করত।”





