Howrah: রেষারেষির জেরে দুর্ঘটনায় আমতা-শ্যামবাজার রুটের বাস, যাত্রীদের ফাটল মাথা, ভাঙল হাত, পায়ে চোট
Howrah: আমতা শ্যামবাজার রুটের একটি বাস যখন ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আমতার দিকে যাচ্ছিল সেই সময় পেছন থেকে ধূলাগড় শিয়ালদহ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হন।
হাওড়া: অফিস টাইমে আমতা শ্যামবাজার রুটের বাস দুর্ঘটনা। আহত কমপক্ষে ১২ জন। কোনও যাত্রীর মাথা ফেটে গিয়েছে, কারোর হাত ভেঙে গিয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে ভর্তি। ডোমজুড় গ্রামীণ হাসপাতালে বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে ১০০ মিটার দূরে জাতীয় সড়কের ওপর।
পুলিশ সূত্রে খবর, আমতা শ্যামবাজার রুটের একটি বাস যখন ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আমতার দিকে যাচ্ছিল সেই সময় পেছন থেকে ধূলাগড় শিয়ালদহ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হন। তাঁদের অনেকের মাথা ফেটে যায়, হাতে, পায়ে এবং বুকে আঘাত পায়।
ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। সেখানে বেশিরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দু’জনের আঘাত গুরুতর। পুলিশ বাস দুটিকে আটক করে চালকদের জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যাত্রী তোলা নিয়ে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।