Howrah: বছরের প্রথম দিনই পুজো দিতে গিয়ে বদ্ধ ঘরে মৃত্যু বৃদ্ধার
Howrah Burn To Death: আভারানি তাঁর ছেলের সঙ্গে বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ছেলে বাড়ির বাইরে বেরিয়ে গেলে মা একাই ঘরে ছিলেন। সেই সময় তিনি প্রদীপ জ্বেলে পুজো করছিলেন। হঠাৎ প্রদীপ উল্টে ঘরে আগুন ধরে যায় বলে জানা যায়।

হাওড়া: বছরের প্রথম দিন সাড়ম্বরে পুজো করছিলেন। ছেলে বাইরে থেকে দরজা দিয়ে কাজে গিয়েছিলেন। ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপছিলেন। কিন্তু প্রদীপ থেকে আগুন যে কখন ছড়াতে শুরু করেছে, প্রথমটায় টের পাননি। একে শীত, তাই একদম প্রথম দিকে তাপও অনুভূত হয়নি। তা থেকেই ভয়ঙ্কর পরিণতি। নতুন বছরের প্রথম দিনে নিজের ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ সূত্রে খবর, মা আভারানি পাল(৬৫)। ঘটনাটি ঘটেছে উত্তর ব্যাটরা রথতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আভারানি তাঁর ছেলের সঙ্গে বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ছেলে বাড়ির বাইরে বেরিয়ে গেলে মা একাই ঘরে ছিলেন। সেই সময় তিনি প্রদীপ জ্বেলে পুজো করছিলেন। হঠাৎ প্রদীপ উল্টে ঘরে আগুন ধরে যায় বলে জানা যায়। গোটা টালির ঘর আগুনের গ্রাসে চলে যায়। ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে যান।
তাঁরা বালতি বালতি জল ঘরের বাইরে থেকে ঢালতে থাকেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এলেও সরু গলির কারণে ভেতরে ঢুকতে পারেনি। এমনকি বেশি পাইপ না থাকায় জল বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ ছেলে।
