Howrah: স্কুলের পিছনে পুকুর পাড়েই আধপোড়া অবস্থায় পড়ে ১০০ কোটির ‘দুর্নীতি’!

Howrah: স্থানীয় মানুষের দাবি, এই চাল স্কুলের মিড ডে মিলের চালও হতে পারে। এই খবর চাউর হতেই স্কুলের সামনে প্রচুর জমায়েত হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ।

Howrah: স্কুলের পিছনে পুকুর পাড়েই আধপোড়া অবস্থায় পড়ে ১০০ কোটির 'দুর্নীতি'!
আধ পোড়া অবস্থায় পড়ে চালImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 1:22 PM

হাওড়া: স্কুলের পিছনে ঝোপঝাড়। তার মধ্যে পড়ে বস্তা বস্তা চাল। সেগুলো মাটিতে ঢেলে ফেলে দেওয়া হয়েছে। কিছু চাল আবার আধ পোড়া। আগুন লাগিয়ে তা পোড়ানোরও চেষ্টা হয়েছিল, তা দৃশ্যত বোঝা যাচ্ছে। একাধিক জায়গায় যখন মিড ডে মিল নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, তখন স্কুলের পিছন থেকেই চাল উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর পাতিহাল গ্রাম পঞ্চায়েতের পাতিহাল বালিকা বিদ্যালয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিড ডে মিলের চালই পুড়িয়ে দেওয়া হয়েছে।  ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  স্কুলের পিছনের দিকে একটি পুকুর রয়েছে। তার ধারে শনিবার সকালে বাঁশ বাগানের ভেতরে বস্তা বস্তা চাল ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,  কিছু চাল আধপোড়া। আগুনে পুড়িয়েও দেওয়া হয়েছে।

স্থানীয় মানুষের দাবি, এই চাল স্কুলের মিড ডে মিলের চালও হতে পারে। এই খবর চাউর হতেই স্কুলের সামনে প্রচুর জমায়েত হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। কে বা কারা এই চাল পুড়িয়ে ফেলেছে, তার তদন্ত শুরু হয়েছে।

এক গ্রামবাসীর বক্তব্য, “আমরা নিশ্চিত, এসব মিড ডে মিলেরই চাল। ধরা পড়ে যাওয়ার ভয়ে এখন ফেলে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টা দেখুক। না হলে মানুষ তো আর এই দুর্মূল্যের বাজারে ঘর থেকে চাল এনে ফেলবে না।” যদিও স্কুলের তরফে এ বিষয়ে কেউ মুখ খুলতে চাননি।