বিয়ে বাড়িতে রফির গানে কন্যাদানের মাহাত্ম্য বোঝালেন কৈলাস

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Feb 08, 2021 | 1:08 PM

বিয়েতে কন্যাদান করলেন কৈলাস। তারপর তাঁর গলায় রফির গান। শুনুন

Follow Us

হাওড়া: বাংলার মানুষ তাঁকে অন্য ভূমিকায় দেখতে অভ্যস্ত। তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সুর চড়াচ্ছেন শাসক শিবিরের বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যে লুকিয়ে রয়েছে অন্য এক মানুষও, তা তাঁকে দেখলে এক্কেবারে বোঝাই যেত না। বিয়ের অনুষ্ঠানে হাজির হলেন আর পাঁচ জনের সঙ্গে বসে খেলেন, নবদম্পতিকে আর্শীবাদ করলেন, আর শেষে গাইলেন গান। অতিথিদের মতে রফির মতো সুরে গেয়েছেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।

বাগনানের রথতলা সোসাইটির পক্ষ থেকে হিন্দু-মুসলমান-খ্রীস্টান তিন সম্প্রদায়ের ২০১ এক জোড়া পাত্রপাত্রীর চার হাত এক করার ব্যবস্থা করা হয়েছিল। রথতলার মাঠের সামিয়ানায় তখন আলোর রোশনাই। প্রত্যেক দম্পতির পরিবার থেকে ৪০ জনের জন্য ভুড়িভোজের ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ।

বিয়েতে কন্যাদান করলেন কৈলাস। তারপর তাঁর গলায় রফির গান। শুনুন…

কৈলাস যখন গান গাইলেন, তখন অতিথিরা মুগ্ধ হয়ে শুনলেন। আসলে তাঁদের মুগ্ধতা অন্য জায়গায়। একজন দুঁদে রাজনীতিবিদ এই ভাবে বিয়ের অনুষ্ঠানে গান গাইবেন, তা হয়তো  ভাবেননি অনুষ্ঠানে আসা মানুষারা।

হাওড়া: বাংলার মানুষ তাঁকে অন্য ভূমিকায় দেখতে অভ্যস্ত। তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সুর চড়াচ্ছেন শাসক শিবিরের বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যে লুকিয়ে রয়েছে অন্য এক মানুষও, তা তাঁকে দেখলে এক্কেবারে বোঝাই যেত না। বিয়ের অনুষ্ঠানে হাজির হলেন আর পাঁচ জনের সঙ্গে বসে খেলেন, নবদম্পতিকে আর্শীবাদ করলেন, আর শেষে গাইলেন গান। অতিথিদের মতে রফির মতো সুরে গেয়েছেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।

বাগনানের রথতলা সোসাইটির পক্ষ থেকে হিন্দু-মুসলমান-খ্রীস্টান তিন সম্প্রদায়ের ২০১ এক জোড়া পাত্রপাত্রীর চার হাত এক করার ব্যবস্থা করা হয়েছিল। রথতলার মাঠের সামিয়ানায় তখন আলোর রোশনাই। প্রত্যেক দম্পতির পরিবার থেকে ৪০ জনের জন্য ভুড়িভোজের ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ।

বিয়েতে কন্যাদান করলেন কৈলাস। তারপর তাঁর গলায় রফির গান। শুনুন…

কৈলাস যখন গান গাইলেন, তখন অতিথিরা মুগ্ধ হয়ে শুনলেন। আসলে তাঁদের মুগ্ধতা অন্য জায়গায়। একজন দুঁদে রাজনীতিবিদ এই ভাবে বিয়ের অনুষ্ঠানে গান গাইবেন, তা হয়তো  ভাবেননি অনুষ্ঠানে আসা মানুষারা।

Next Article