
হাওড়া: হাওড়ায় বৃদ্ধের রহস্যমৃত্যু। চাপানউতোর এলাকায় ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার দেহ। হাতের সোনার চারটি মূল্যবান আংটি ও মোবাইল ফোন পাওয়া যায়নি। সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে ও বেরোতে দেখা যায়। আর তাতেই বাড়ছে রহস্য। পরিবারের লোকজনের সন্দেহ, খুন করা হয়ে থাকতে পারে ওই বৃদ্ধকে। জোরকদমে তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ।
উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় রয়েছে ইন্দিরা ভবন। এখানেই তিনতলায় নিজের ফ্ল্যাটে থাকতেন অসীম দে। পরিবার সূত্রে জানা যাচ্ছে মাঝেমধ্যে তিনি একাও থাকতেন। এখন সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে।
পরিবারের সদস্যরা বলছেন, বারবার ফোন করা হয়েছিল অসীমবাবুকে। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাঁর ফোন বন্ধ ছিল। তখনই আবাসনের অন্য এক বাসিন্দাকে পরিবারের লোকজন খোঁজ নিতে বলেন। শিবকুমার শর্মা নামে ওই ব্যক্তি শুক্রবার সকাল দশটা নাগাদ অসীম বাবুর ফ্ল্যাটে যান। গিয়ে দেখেন দরজা ভেজানো রয়েছে। ঘরের মধ্যে তিনি পড়ে রয়েছেন। পড়ে জানা যায় তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন। আসে গোলাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের সদস্যরা বলছেন ঘরে ৪টি সোনার আংটি ছিল। সেগুলি পাওয়া যায়নি। পাওয়া যায়নি মোবাইল। উল্টে ফ্ল্যাটে এক ব্যক্তিকে ঢুকতে দেখা যায়। সিসিটিভি সেই ফুটেজ ধরা পড়েছে। যদিও তাকে চেনা যায়নি। তিনি প্রায় ফ্ল্য়াটে ২ ঘণ্টারও বেশি সময় ছিলেন। সে কারণেই পরিবারের লোকজনের সন্দেহ খুন করা হয়ে থাকতে পারে বৃদ্ধকে।