Howrah Station: হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্ম কেন নেই, জানেন?

Howrah Station: কম সময়ে অধিক দূরত্ব হোক বা কম খরচে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ, সাধারণ মানুষের প্রধান ভরসা রেল। আর রেল বললেই জড়িয়ে যায় হাওড়ার নাম। স্টেশনে মোট ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে। আর রেললাইন রয়েছে ২৬টি। স্টেশনটির ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে আর ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্ম আছে নিউ কমপ্লেক্সে।

Howrah Station: হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্ম কেন নেই, জানেন?
হাওড়া স্টেশনImage Credit source: Ravi Dwivedi/ Wikipedia

Jan 11, 2024 | 9:08 AM

হাওড়া: কাজের সুবাদে হোক, বা নিছকই ঘুরতে যাওয়া, হাওড়া স্টেশন ও শিয়ালদহের জুড়ি মেলা ভার। অগনিত মানুষ নিত্যদিন এই স্টেশনগুলি থেকে নিজের-নিজের গন্তব্যে যাতায়াত করেন। এটা হয়ত অনেকেই জানেন দেশের প্রাচীনতম স্টেশনগুলির মধ্যে অন্যতম হল হাওড়া। শুধু তাই নয়, দেশের বৃহত্তম রেলস্টেশন এটি। হাওড়া স্টেশনে যাননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। নিত্যদিন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠেন প্রচুর লোক। কিন্তু কখনও এই স্টেশনের বড় রহস্য চোখে পড়েছে আপনার?

কম সময়ে অধিক দূরত্ব হোক বা কম খরচে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ, সাধারণ মানুষের প্রধান ভরসা রেল। আর রেল বললেই জড়িয়ে যায় হাওড়ার নাম। স্টেশনে মোট ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে। আর রেললাইন রয়েছে ২৬টি। স্টেশনটির ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে আর ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্ম আছে নিউ কমপ্লেক্সে। তবে এটা হয়ত অনেকেরই অজানা যে এই স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মই নেই। কিন্তু কেন?

আসলে ১৬ নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে ‘জিরো মাইল’ বলা হয়। অর্থাৎ এই জায়গায় শুধু পণ্য পরিবহন করা হয়। এখানে কোনও লোকাল বা দূরপাল্লার ট্রেন ঢোকে না। শুধু মাত্র জিনিসপত্র ওঠানামা করানো হয়। বলা হয়, ১৮৫৪ সালের ১৫ অগস্ট জিরো মাইল থেকেই প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলিতে। ঠিক ছিল সকাল সাড়ে আটটা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে হুগলি পৌঁছবে। তারপর দুপুর একটার মধ্যে ফিরে আসবে। তবে তা নাকি হয়নি। প্রথম দিনেই দুঘণ্টা দেরীতে পৌঁছয় ট্রেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ওই প্ল্যাট ফর্মটি বাড়ানো হচ্ছে। বড় বগির ট্রেন যাতে ঢুকতে পারে, আরও বেশি সংখ্যক ট্রেন যাতে রাখা যায় তার কাজ চলছে। খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে।”