Howrah: শিবপুর সমবায় ব্যাঙ্কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, শুরু রাজনৈতিক চর্চা
Howrah: সম্প্রতি শিবপুর সমবায় ব্যাংকে নির্বাচন হয়। এই ব্যাঙ্কের ৬০ টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও বিজেপি অথবা সিপিএমের পক্ষ থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। গত ১৮ এবং ১৯ শে নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল।
হাওড়া: শিবপুর কো-অপারেটিভ ব্যাঙ্কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে হাওড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, সব সেটিং করে ভোট করানো হয়েছে। মন্ত্রী অরূপ রায়ের আবার বক্তব্য, বিরোধীরা অপদার্থ। তাঁরা প্রার্থী দিতে না পারায় বিনা ভোটে জয়ী হয়েছে সব প্রার্থী।
সম্প্রতি শিবপুর সমবায় ব্যাংকে নির্বাচন হয়। এই ব্যাঙ্কের ৬০ টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও বিজেপি অথবা সিপিএমের পক্ষ থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। গত ১৮ এবং ১৯ শে নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু ২২ নভেম্বর স্ক্রুটিনি র দিন দেখা যায় বিরোধীরা একটা আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬০টি আসনে তৃণমূল কংগ্রেস কর্মীরা জয়লাভ করেছেন। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে হাওড়া সদরের সম্পাদক ওমপ্রকাশ সিংহ অভিযোগ করেন, “স্বজনপোষণের জন্য সেটিং করে ভোট করানো হয়েছে। বাংলায় লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস কীভাবে ভোট লুট করে তা এই রাজ্যের মানুষ জানেন। তাই সামান্য সময় ব্যাংকের ভোটে লড়ে লাভ কী ?”
এদিকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায় বলেন, “বিরোধীরা অপদার্থ। অনলাইন এবং অফলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকলেও তারা জমা দেননি। বিরোধীরা অপপ্রচার করলেও মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে আছে।”