Howrah: তরুণীর শ্লীলতাহানি, হাওড়ায় গ্রেফতার দুই যুবক

Howrah: তরুণী বাড়ি ফিরে বাড়িতে বিষয়টি জানান। এরপরই তাঁর কাকা দাসনগর থানায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Howrah: তরুণীর শ্লীলতাহানি, হাওড়ায় গ্রেফতার দুই যুবক
জাল আধার কার্ড কাণ্ডে গ্রেফতার আরও তিন (প্রতীকী ছবি)

| Edited By: সায়নী জোয়ারদার

Dec 13, 2021 | 1:05 AM

হাওড়া: কিছুদিন আগেই দাসনগরে ভরসন্ধ্যায় এক কারখানার মালিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এবার সেই একই জায়গা থেকে এক তরুণীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযোগ, দুই মদ্যপ যুবক তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতারও করেছে পুলিশ।

ওই তরুণীর অভিযোগ, তিনি বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। পথের মাঝে একটি মারুতি ভ্যান এসে দাঁড়ায়। মদ্যপ দুই যুবক ছিল সেই গাড়িতে। তাঁকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠতে না চাওয়ায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।

তরুণী বাড়ি ফিরে বাড়িতে বিষয়টি জানান। এরপরই তাঁর কাকা দাসনগর থানায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অতনু ভুঁইয়া ওরফে গোপাল ও মনোজ সামন্ত নামে দুই যুবককে। স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকার আইনশৃঙ্খলা যে একেবারে মুখ থুবডে পড়ছে এই ঘটনা তারই প্রমাণ।

স্থানীয়রা জানান, এই শ্লীলতাহানির ঘটনা যখন ঘটে তখন বিকেল সাড়ে ৪টে বাজে। দিনের আলো তখনও স্পষ্ট। তার মধ্যেও এমন ঘটনা ঘটানোর সাহস পেল কেউ! এলাকায় অপরাধমূলক কাজকর্ম বাড়ছে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। পুলিশ কড়া হাতে পরিস্থিতি না সামাল দিতে যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে বলেই মনে করছেন আশেপাশের বাসিন্দারা।

এদিনই  এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ দুই পুলিশকর্মীকে গ্রেফতার করেছে কলকাতার কসবা থানার পুলিশ। মধ্যরাতে একা সল্টলেকে গাড়ির খোঁজে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। দুই পুলিশ কর্মী সহযোগিতা করবেন বলে এগিয়ে আসেন। সেখানেই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ।

ওই তরুণী আসানসোলের বাসিন্দা। বৃহস্পতিবার আসানসোল থেকে ফিরেছিলেন তিনি। সেই দিন রাতেই তাঁর শ্লীলতাহানি হয় বলে অভিযোগ। সূত্রের খবর, কলকাতায় এক বন্ধুর বাড়ির যাওয়ার উদ্দেশে সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডে রাত ১টা নাগাদ বাস থেকে নেমে দাঁড়ান। মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে অ্যাপ ক্যাব বুক করতে পারছিলেন না।

আরও পড়ুন: Crime Case: ‘১০ বছর পুরসভা চালিয়ে এখন ইস্তাহারে নারী সুরক্ষার কথা বলছে’, মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে তোপ বিজেপির