Belur Deadbody Recover: ঢাকা নর্দমার ভিতরে কী ওটা? একটু এগোতেই শিউরে উঠলেন প্রতিবেশীরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 06, 2023 | 12:42 PM

Howrah: সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

Belur Deadbody Recover: ঢাকা নর্দমার ভিতরে কী ওটা? একটু এগোতেই শিউরে উঠলেন প্রতিবেশীরা
হাওড়ায় মৃতদেহ উদ্ধার (নিজস্ব চিত্র)

Follow Us

বেলুড়: ঢাকা নর্দমা। একটু পাথর সরানো। সেই নর্দমার বাইরে থেকে বেরিয়ে রয়েছে পা দু’খানা। সকাল-সকাল এমন ঘটনায় রীতিমতো তাজ্জব সকলে। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, পুরসভার নর্দমা পরিষ্কারের লোকজন বুধবার সকালে নর্দমা পরিষ্কার করতে যান। সেই সময় একটি পা বেরিয়ে থাকতে দেখেন তাঁরা। আর তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। এরপর খবর দেওয়া হয় থানায়। এলাকায় আসে বেলুড় থানার পুলিশ।

নর্দমার উপরের ভারী সিমেন্টের স্লাব সরাতেই দেখা যায় পূর্ণাঙ্গ মানুষের দেহ। অন্ততপক্ষে দু থেকে তিন দিন দেহটি ওখানে পড়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান। পুরো দেহেই পচন ধরেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে পাথরের তলায় চাপা থাকায় গন্ধ বেরোয়নি।

আজ পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে দেহটি। তবে এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি। তবে দেহটি ওইখানে কীভাবে গেল কেউ বা কারা ওকে মেরে ওর মধ্যে ফেলে দিল কি না সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে ওই পাথরের স্লাবেবের নিচে দেহটি পড়ে থাকা নিয়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনওভাবে হয়ত তাঁকে মেরে ফেলা হয়েছে। এরপর দেহ লোপাট করার জন্যই ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল নর্দমায়। গোটা ঘটনার তদন্ত করছে বেলুড় থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

Next Article
Call Centre: বিলাসবহুল সব গাড়ি, লিলুয়ায় অট্টালিকা, এবার কলসেন্টার মালিকের বাড়িতে হানা
Woman Suicide: সাত দিনের কন্যাসন্তানকে রেখেই হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস মহিলার, পরপর তিন মেয়ে হওয়ায় অবসাদ?