Kunal Ghosh: ‘এতদিনে ফাঁসিও হয়ে যেত…’, সন্দীপ ঘোষ জামিন পেতেই কেন এমন প্রতিক্রিয়া দিলেন কুণাল?

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 13, 2024 | 9:24 PM

Kunal Ghosh: কলকাতা পুলিশের তদন্তে আস্থা রেখে তিনি বললেন, "কলকাতা পুলিশের হাতে যদি আরজি কর ঘটনার তদন্তের দায়িত্বভার থাকত, তাহলে যেভাবে কুলতলি, ফরাক্কায় বিচার হয়েছে, এতদিনে এই তদন্তও শেষ হয়ে  বিচার হয়ে ফাঁসি সাজা হয়ে যেত। "

Kunal Ghosh: এতদিনে ফাঁসিও হয়ে যেত..., সন্দীপ ঘোষ জামিন পেতেই কেন এমন প্রতিক্রিয়া দিলেন কুণাল?
সন্দীপের জামিন নিয়ে কুণালের প্রতিক্রিয়া
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ‘আমরা দোষীদের ফাঁসি চেয়েছি। এতদিনে দোষীদের ফাঁসিও হয়ে যেত। কিন্তু কেন হল না?’ আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের পর সেই প্রশ্নেরই ব্যাখ্যা দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

কুণাল এই রায় প্রসঙ্গে বলেন, “আরজিকরের ঘটনা পৈশাচিক, কড়া ভাষায় নিন্দা করেছি, আমরা দোষীদের ফাঁসি চেয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছিল। সেই সময় যারা বলেছিল ‘উই ওয়ান্ট সিবিআই’ আজকে তারা বুঝবে।”

কলকাতা পুলিশের তদন্তে আস্থা রেখে তিনি বললেন, “কলকাতা পুলিশের হাতে যদি আরজি কর ঘটনার তদন্তের দায়িত্বভার থাকত, তাহলে যেভাবে কুলতলি, ফরাক্কায় বিচার হয়েছে, এতদিনে এই তদন্তও শেষ হয়ে  বিচার হয়ে ফাঁসি সাজা হয়ে যেত। ”

সিবিআই-কে খোঁচা দিয়ে কুণাল বলেন, “নানারকম গল্প তৈরি করা হল, সূত্রের আমদানি হল। সিবিআই সূত্র মারফত জানাচ্ছে…. এ কেমন সূত্র যে চ্যানেল এবং খবরের কাগজকে কানে কানে জানায় অথচ চার্জশিটে লিখতে পারে না।”

নাম না করে আন্দোলনকারী চিকিৎসকদের কটাক্ষও করেন তিনি। বলেন, “নেমন্তন্ন করে সিবিআইকে যাঁরা ডেকে এনেছেন, তাঁরা সিবিআই-এর সঙ্গে এখন গিয়ে কথা বলুন।”  এই রায়ে সিবিআই-এর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, এর দায় সিবিআই-কেই নিতে হবে।

Next Article