হাওড়া: হাওড়া ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বৈঠকের পর কার্যত অগ্নিশর্মা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেএমডিএ শীর্ষ ইঞ্জিনিয়দের উপর রীতিমতো ক্ষুব্ধ তিনি। দিলেন ধমকও। ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার সমাধানে কেন তাঁর সঙ্গে আলোচনা করা হয়নি এবং কী কী কাজ করা হবে তা নিয়ে কেন মন্ত্রীর সঙ্গে কথা বলা হয়নি? তা নিয়ে বেজায় চটলেন রাজ্যের পুরমন্ত্রী।
সূত্রের খবর,যেভাবে ওই এলাকায় ধস নেমেছে ,তাতে ভোট ব্যাঙ্কের উপর প্রভাব পড়বে বলেও আশঙ্কিত মন্ত্রী। সূত্রের খবর, হাওড়া পুরসভার প্রশাসনিক মণ্ডলের চেয়ারম্যানকে তিনি জানিয়েছেন,আগামী নির্বাচনের আগে স্থায়ী সমাধান করতে হবে। যাবতীয় প্রক্রিয়া দ্রুত করতে হবে। যে ঘটনা ঘটেছে তাতে ভোটের উপর যথেষ্ট প্রভাব পড়বে। কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, এই বিষয়টি আগে থেকে আঁচ করা উচিত ছিল বলে বৈঠকে আধিকারিকদের উপর ক্ষোভের কথাই জানান মন্ত্রী। এ দিন বৈঠক শুরুর পূর্বেই ফিরহাদ হাকিম বলেন, “মানুষকেও দেখতে হবে শুকনো বর্জ্য এবং ভিজে থাকা বর্জ্যকে আলাদা করে ফেলব। এর জেরে শুকনো বর্জ্য পুর্ননবিকরন করা সম্ভব। এটিকে RND করে পাওয়ার প্ল্যান্ট বা সিমেন্ট প্যান্টে পাঠাব।”
হাওড়ার বেলগাছিয়ায় বসবাসকারী এলাকাবাসীদের ভোগান্তির শেষ নেই। প্রথমে জল বন্ধ। তারপর ধস। তার জেরে বাড়িতে ধরছে ফাটল। ইতিমধ্যেই তাঁরা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনদিনের মধ্যে সমস্যা সমাধানের। আর সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুমকি দেন তাঁরা। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন।