হাওড়া: শীত পড়েছে। তাই এদিক-ওদিক পর্যটকদের ঘোরাফেরা শুরু হয়ে গিয়েছে। পিকনিকের জন্য কিংবা দু’একদিন ছুটি কাটাতে ব্যস্ত বাঙালি। আর কাছে-পিঠে ঘুরে আসার জন্য বাঙালি পর্যটকদের পছন্দের তালিকায় দিঘা অন্যতম। তবে ঘুরতে যেতে গিয়েই ঘটল বিপত্তি। দিঘা যাওয়ার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারাল যাত্রীবোঝাই স্করপিও গাড়ি। ঘটনায় আহত কমপক্ষে ন’জন।
শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে ষোলো নম্বর জাতীয় সড়কের ধুলোগড় ফ্লাইওভারের কাছে। গাড়িটি উল্টে যেতেই তড়িঘড়ি ছুটে আসেন কর্তব্যরত ধুলাগড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। তৎক্ষনাত আহত যাত্রীদের উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়।
এরপর উল্টে যাওয়া গাড়িটিকে ব্রেকডাউন ভ্যান করে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। জানা গিয়েছে কলকাতার টালিগঞ্জ থেকে দিঘা একটি সাদা রঙের স্কর্পিও গাড়িতে যাচ্ছিলেন নয়জন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
স্বপন ঘোষ নামে এক যাত্রী জানান, “ধুলাগড় ফ্লাইওভারের কাছে সামনে একটি ম্যাটাডোর গাড়ি থেকে কোনওভাবে প্লাস্টিকের বালতি উড়ে এসে পড়ে স্কর্পিও গাড়িটির সামনের কাচে। গাড়ির চালক বিষয়টিকে এড়াতে আচকমাই স্টিয়ারিং জোরে চাপেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়ির গতি কম থাকায় যাত্রীরা রক্ষা পেয়েছে।” রমা সরকার বলেন, “সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা গাড়ি করে আসছিলাম। সেই সময় টেম্পো থেকে বালতি উড়ে সামনের আমাদের গাড়ির সামনের কাচে পড়ে। চালক ভেবেছে বালতি যদি ভেঙে ঢুকে যায়, সেই কারণে কাটাতে গিয়েছে। আর তখনই গাড়ি পাল্টি খেয়ে গিয়েছে। আমার অল্প আঘাত লেগেছে।”