হাওড়া ময়দান: নবান্ন অভিযান ঘিরে আজ সব থেকে বেশি অশান্ত হাওড়া ময়দান। আন্দোলনকারীরা যখন পুলিশের দিকে এগিয়ে গিয়েছেন, পাল্টা তখন আক্রমণে পুলিশও। ছোড়া হয়েছে জল কামান, কাঁদানে গ্যাস, সঙ্গে লাঠিপেটা।
এ দিকে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় ধরপাকড় প্রক্রিয়া। লাঠি উঁচিয়ে এগিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীরা যে যেখানে লুকিয়ে ছিলেন, খুঁজে খুঁজে বের করে ছত্রভঙ্গ করা শুরু করে পুলিশ। লাঠিপেটা করে বের করা হয় তাঁদের। এ দিকে, জলকামান ছোড়া শুরু হতেই আন্দোলনকারীরা পিছু হঠতে শুরু করে।
এ দিকে পুলিশ হাতে লাঠি তুলতেই শুরু ইট বৃষ্টি। পুলিশকে উদ্দেশ্য করে ছোড়া হয় ইট। এমনকী ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মী। মাথা ফাটে তাঁর। পরে যদিও আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে। উল্লেখ্য,সকাল থেকেই হাওড়া ময়দানে মিছিল করতে দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চকেও। দেখা যায় মঞ্চের নেতা ভাস্কর ঘোষকেও। আহত পুলিশ কর্মীর পাশেও হাঁটতে দেখা যায় তাঁকে। সেখানেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তুমুল ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। লাগাতার কাঁদানে গ্যাস চার্জের মধ্যে রাস্তা আকড়ে পড়ে থাকতে দেখা যায় বহু আন্দোলনকারীকে। পুলিশ-আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নয় ফরশোর রোডও। এর হাওড়া ব্রিজেও এক পুলিশ কর্মীর মাথা ফাটতে দেখা যায়।