VIDEO: প্লাটফর্ম আর ট্রেনের ফাঁকে যাত্রী, হুলস্থুল কাণ্ড শালিমার স্টেশনে

Subrata Banerjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 09, 2025 | 6:26 PM

Rail: ট্রেনটি চলমান ছিল। ভারসাম্য রাখতে না পেরে ট্রেন এবং প্লাটফর্মের ফাঁকে প্রায় চলে যান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ আধিকারিক এনসি মোহন্তর নজরে আসে ঘটনাটি।

VIDEO: প্লাটফর্ম আর ট্রেনের ফাঁকে যাত্রী, হুলস্থুল কাণ্ড শালিমার স্টেশনে
ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন এক ব্যক্তি
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: শালিমার স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন রুটের ট্রেন ছাড়ে। বহু মানুষের যাতায়াত এই স্টেশনের উপর দিয়ে। বুধবার রাতেও প্রতিদিনের মতোই প্রবল ভিড় ছিল স্টেশনে। তবে তারই মধ্যে দুর্ঘটনা চোখ এড়াল না আরপিএফ কর্মীর। আবারও এক যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ কর্মী।

প্রায় ট্রেনের চাকার তলায় যেতে বসেছিলেন এক ব্যক্তি। স্টেশনের কর্তব্যরত আরপিএফ আধিকারিকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন ওই যাত্রী। বুধবার শালিমার স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ২০৮৩১ সম্বলপুর মহিমাগোসাই এক্সপ্রেস ছাড়ে রাত ৯টা ২০ মিনিটে। ৩৫ বছর বয়সী একজন পুরুষ যাত্রী ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন।

ট্রেনটি চলমান ছিল। ভারসাম্য রাখতে না পেরে ট্রেন এবং প্লাটফর্মের ফাঁকে প্রায় চলে যান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ আধিকারিক এনসি মোহন্তর নজরে আসে ঘটনাটি। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান। ওই যাত্রীর হাত ধরে টেনে বের করে আনেন। ফলে তাঁর জীবন রক্ষা পায়। এরপর তাঁকে নিরাপদে ওই ট্রেনে তুলে দেন আরপিএফ কর্মী।

দ্রুত ট্রেন ছেড়ে দেওয়ায় ওই যাত্রীর বিবরণ সংগ্রহ করা সম্ভব হয়নি। সমস্ত ঘটনা প্লাটফর্মের সিসিটিভি-তে সংরক্ষিত হয়। এই ঘটনায় আরপিএফ কর্মীর তাৎক্ষণিক বুদ্ধি ও তৎপরতার কাজের জন্য প্রশংসা করেছে দক্ষিণ-পূর্ব রেল।

Next Article