Road Accident: ঠাকুর দেখতে বেরিয়ে ভয়ঙ্কর ঘটনা, বালিতে দুর্ঘটনার কবলে চারচাকা

Road Accident in Bally: ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিশ্চিন্দা থানার পুলিশ। টোল প্লাজার কর্মীরাও আহতদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। টোল প্লাজারই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

Road Accident: ঠাকুর দেখতে বেরিয়ে ভয়ঙ্কর ঘটনা, বালিতে দুর্ঘটনার কবলে চারচাকা
ঠাকুর দেখতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে গাড়ি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 29, 2025 | 6:53 PM

বালি: সপ্তমীর জনজোয়ার মণ্ডপে মণ্ডপে। কলকাতা হোক বা জেলা, সর্বত্রই শুধু ভিড়ে ছবি। কিন্তু হাসিমুখে ঠাকুর দেখতে বেরিয়ে যে এই কাণ্ড ঘটে যাবে তা কে ভেবেছিল! কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার। নিবেদিতা সেতু টোল প্লাজার কাছে বালি বামনডাঙ্গায় একটি ৪০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। গাড়ির ভিতরে তিনজন মহিলা ছিলেন। ড্রাইভার-সহ ছিলেন দু’জন পুরুষও। ৪০৭ গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেট গাড়িটি। 

ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিশ্চিন্দা থানার পুলিশ। টোল প্লাজার কর্মীরাও আহতদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। টোল প্লাজারই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই ৪০৭ গাড়ি-সহ ড্রাইভারকেও আটক করা হয়েছে। 

অন্যদিকে সপ্তমীর সকালেই আবার বীরভূমে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। মৃ্ত্যু হয় এক শিশুর। আহত কমপক্ষে ২০ দন। আহতরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সকালে ঘটনাটি ঘটে বীরভূমের বোলপুর থেকে নানুর যাওয়ার রোডের উপর বোলপুর মহকুমা হাসপাতালের সামনে। বোলপুর ধোকার মুখে একটি টোটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। খবর পেয়ে উদ্ধারকাজে নামে পুলিশ। আসে দমকল।