Calcutta High Court: চুলের মুঠি ধরে ‘মার’, ডোমজুড়ে ‘আক্রান্ত’ সাথী সিরিয়াল খ্যাত অভিনেত্রী, হাইকোর্টে গেলেন ‘বৃষ্টি’

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 09, 2024 | 1:49 PM

Saathi Serial Actress Anumita Dutta: ঘটনাটি মঙ্গলবারের। জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ে মাকে নিয়ে গাড়ি করে দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে আপত্তি তৈরি হয়। সেখান থেকেই জলঘোলা। অভিযোগ, দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেন।

Calcutta High Court: চুলের মুঠি ধরে মার, ডোমজুড়ে আক্রান্ত সাথী সিরিয়াল খ্যাত অভিনেত্রী, হাইকোর্টে গেলেন বৃষ্টি
অনুমিতা দত্ত, অভিনেত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডোমজুড়: ডোমজুড়ে গিয়ে আক্রান্ত টেলি অভিনেত্রী অনুমিতা দত্ত। ‘সাথী’ সিরিয়ালের এই নায়িকা বৃষ্টির চরিত্রে দর্শকদের কাছে পরিচিত। এবার সেই অনুমিতা দত্তই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়,পুলিশের সহায়তা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

ঘটনাটি মঙ্গলবারের। জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ে মাকে নিয়ে গাড়ি করে দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে আপত্তি তৈরি হয়। সেখান থেকেই জলঘোলা। অভিযোগ, দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেন। তাতে আবার পাল্টা আপত্তি জানান অনুমিতা। তাঁর বক্তব্য, নৌ পার্কিং জোন লেখা নেই। দোকানে ভিড়ও নেই। তাহলে তিনি কেন গাড়ি সরাবেন।

এই নিয়ে যখন বাক-বিতণ্ডা চলছে অভিযোগ সেই সময় কয়েকজন লোক এসে হামলা চালায়। অভিনেত্রীর মা-কে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে। অনুমিতাকেও মারধর করার অভিযোগ ওঠে। জখম হন অভিনেত্রী ও তাঁর মা। মারধরে জখম হয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি অনুমিতার। অভিনেত্রী বলেন, “আমার মা-বাবা দাঁড়িয়ে মোগলাই কিনছিল। দোকানদার বলল একটু দূরে পার্ক করুন। এরপর অন্য একজন দোকানদার খুব অসভ্য টোনে জানালেন গাড়ি পার্ক করা যাবে না। আমি বললাম পাঁচ মিনিটে চলে যাব। ওরা কোনও কথা শুনলেন না। আমি বললাম এই ভাবে অসভ্যের মতো কথা বলবেন না। সেই সময় আমার ড্রাইভার গাড়িতেই ছিলেন। তিনি ঝামেলা এড়াতে অন্য জায়গায় সরিয়ে দেন। দুর্যয় কোলে নামে এক ব্যক্তি বলেন এখানেও গাড়ি রাখা যাবে না। সে রোয়াপই আলাদা। আমার মা কিন্তু এইসব নিয়ে কিছুই জানে না। তারপর আমার মা ড্রাইভারের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় মা বলছিলেন এটা তো নো পার্কিং এলাকা নয়। আর ভিড় ও নেই। হাজার-হাজার খদ্দের নেই। কোট আন কোট বলছি আমার মাকে ওরা গালিগালাজ করল। তারপর গাড়িতে মারল দুর্জয়। আমার মা ওকে বলতেই বলল তোকে চুলের মুঠি ধরে মারব। তারপর আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিই। আমার হাতে এসেও মেরেছে। জেনারেল ডাইরি করেও পুলিশ অ্যাকশন নেয়নি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।”

পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় গেলে তাঁদের মৌখিক ভাবে জানানো হয়, FIR দায়ের করা হয়েছে। কিন্তু FIR কপি দেওয়া হয়নি বলেও দাবি তাঁর। এরপর আজ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। মামলার শুনানি সোমবার।

Next Article