হাওড়া: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) ত্রস্ত বাংলা তথা সারা দেশ। এই পরিস্থিতিতে উদ্যোগ নিল বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষ। ৫০ শয্যার সেফ হোম (Safe Home) তৈরি হচ্ছে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদা পীঠের শিল্পমন্দির পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে। আগামী ১ জুন থেকে এই সেফ হোমটি চালু করার পরিকল্পনা নিয়েছে মঠ কর্তৃপক্ষ।
মূলত উপসর্গহীন করোনা রোগী, যাঁদের হোম আইসোলেশনে থাকতে হবে অথচ বাড়িতে আলাদা ভাবে থাকার জায়গা নেই, তাঁদের জন্যই এই সেফ হোম। বেলুড় মঠ সারাদা পীঠের তরফে জানানো হয়েছে, এই সেফ হোমে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকবে। তাদের কথায়, বাড়িতে অনেকেই অক্সিজেন পান না। কিন্তু এই সেফ হোমে অক্সিজেন সিলিন্ডার কিংবা অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা থাকছে। তাই প্রয়োজনে রোগীদের অক্সিজেনের জন্য ভাবতে হবে না এখানে। ২৪ ঘন্টাই এই সেফ হোমে থাকবেন দু’জন চিকিৎসক। একই সঙ্গে আরও ৬ থেকে ৮ জন চিকিৎসক সেফ হোমে থাকা রোগীদের দেখাশোনার দায়িত্বে থাকবেন।
মঠ সূত্রে খবর, হাওড়া জেলা হাসপাতালের মতো সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালের নামী চিকিৎসকরাও মাঝে মাঝে ভিজিট করতে আসবেন সেফ হোমে। রোগীদের সেবায় থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের চিকিৎসক ও নার্সরাও। সেফ হোমে থাকতে গিয়ে হঠাৎ যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে তাঁদের স্থানীয় কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও থাকবে। প্রয়োজনীয় ওষুধপত্র থেকে খাওয়া-দাওয়া সব কিছুর ব্যবস্থা করবে মঠ কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সরকারি হোম থেকে ফিরে মেয়ে বলল, ‘সেফটিপিন দিয়ে হাতে নাম লিখতে বাধ্য করেছে দিদিরা’
বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ বলেন, “বেলুড় মঠের উদ্যোগে সারদা পীঠ এই সেফ হোম তৈরি করছে। বেলুড় মঠের রিলিফ ফান্ড থেকেই এই সেফ হোম গড়ে তোলার কাজ হচ্ছে। আগামী ১ জুন থেকে এই সেফ হোম চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।”