Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liluah: ভিতরে চলছে জন্মদিনের পার্টি, বাইরে পরপর গুলির শব্দ, চাপ চাপ রক্ত লেগে আছে এখনও

Liluah Shootout: পুরনো খুনের মামলার সঙ্গে যোগ ছিল ওই ব্যবসায়ীর। পুলিশ সূত্রে খবর, জেলও খেটেছেন তিনি। হঠাৎ কী এমন ঘটল! প্রশ্ন উঠছে।

Liluah: ভিতরে চলছে জন্মদিনের পার্টি, বাইরে পরপর গুলির শব্দ, চাপ চাপ রক্ত লেগে আছে এখনও
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2025 | 8:27 AM

লিলুয়া: কখনও প্রকাশ্য়ে গুলি করে হত্যা করা হচ্ছে রাজনৈতিক নেতাকে, কখনও শূন্যে চালানো হচ্ছে গুলি। রাজ্য জুড়ে পরপর কয়েকটি ঘটনায় আতঙ্ক বাড়ছে ক্রমশ। সম্প্রতি হাওড়ায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলার থানার আইসি। হাসপাতালে চিকিৎসা চলছে ওই পুলিশ আধিকারিকের। এরই মধ্যে হাওড়ায় ফের ‘শুটআউট’। শুক্রবার ভরসন্ধ্যায় ফের চলল গুলি।

হাওড়া লিলুয়ার গোশালায় এক ব্যক্তিকে গুলি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন রাজেস সিং নামে ওই ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তর হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

থার্টি এইট বাই ওয়ান পাঠক বাড়ির সামনে ‘ইন্দ্রধনুস আবাসনে’র গেটের সামনে ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই আবাসনের ভিতরে একটি জন্মদিনের পার্টি চলছিল, সেই সময় বাইরে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। তাঁর পেটে গুলি লাগে বলে পুলিশ সূত্রের খবর। গভীর ক্ষত তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে পুরনো খুনের মামলায় জড়িয়েছিল এই রাজেশ সিং-এর নাম। অসামাজিক কাজের সঙ্গেও তাঁর নাম যুক্ত আছে। একসময় জেলও খেটেছিলেন এই রাজেশ সিং। সেই ঘটনার সঙ্গে এদিনের এই গুলি চালানোর ঘটনার যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশের বাহিনী। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে। রাতের পর এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কমে যায়। সেই সুযোগটাকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে মনে করছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।