বাগনান: গ্রুপ-ডি (group D) তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য। জেলা থেকে আসছে অযোগ্য প্রার্থীদের তালিকা। একই ছবি ধরা পড়ল হাওড়ার উলুবেরিয়ার বাগনানে।
কী ঘটেছে?
বাগনান বাটুল মহাকালী উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী (গ্রুপ-ডি) হিসাবে চাকরি পেয়েছিলেন এক মহিলা। সংসারের একমাত্র উপার্জন তিনি। চাকরি পাওয়ার পর সংসারে স্বাচ্ছন্দ ফিরছিল। দাদা, মা ও বাবাকে নিয়ে সংসার ওই মহিলার। তবে মাথায় আকাশ ভেঙে পড়ল মঙ্গলবার। কারণে আজ স্কুলে আসতেই প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল তাঁকে চিঠি ধরালো। চিঠি পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মিতালী।
যদিও ওই মহিলা বলেন, “পরীক্ষা এবং সাক্ষাৎকার দিয়ে চাকরি পেয়েছি। সততার সাথে চাকরি পেয়েছি। ভুল কিছু করিনি আদালত যদি আমাকে চিঠি ধরায়। তাহলে আমিও আইনের দ্বারস্থ হব।”
ওই মহিলার বাড়ি শ্যামপুরের সুলতানপুরে। তিনি বলেন, “বাড়িতে বয়স্ক বাবা মা তাদের ওষুধ কিনতে হয় আমায় চাকরির পয়সা থেকে। এখন যদি চাকরি যায় তাহলে শুকিয়ে মরতে হবে।” অপরদিকে, প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল বলেন, “শিক্ষা দফতরের নির্দেশমতো কাজ করতে হয়েছে।”
উল্লেখ্য, আদালতের নির্দেশে প্রকাশ করা হচ্ছে তালিকার পর তালিকা। আর সেই সব তালিকার নাম সামনে আসতেই তোলপাড় গোটা রাজ্য। কেউ বলছেন, সৎভাবে চাকরি পাওয়া সত্ত্বেও নাম উঠেছে বেনিয়মের তালিকায়, আবার কারও কারও নিয়োগে নেতা-মন্ত্রীদের প্রভাব থাকার অভিযোগ উঠছে। এসএসসি গ্রুপ ডি (SSC Group D) মামলায় যে ১৬৯৮ জনের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছিল আদালত। এই তালিকায় ৫৩০ নম্বরে রয়েছে এই মহিলার নাম।