হাওড়া: কী কাণ্ড! মালিককে কারখানার ভিতরে বন্ধ করে রাখার অভিযোগ। শুধু তাই নয়, এরপর তার কাছ থেকে এক লক্ষের বেশি টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দিল শ্রমিক। সালকিয়ার বিবি বাগান অঞ্চলের ঘটনা।
জানা গিয়েছে, নিজের কারখানায় শুয়েছিলেন শ্যামসুন্দর দাস। তাঁর সঙ্গে ছিলেন শ্রমিক ঈশান মোদী। ভোরে জিনিস বেচতে মঙ্গলাহাট যাওয়ার কথা ছিল। তাই দুজনই কারখানায় শুয়েছিলে। অভিযোগ, রাত্রিবেলা মালিক ঘুমিয়ে পড়লে সেই সুযোগ কাজে লাগান ঈশান।
অভিযুক্ত ব্যক্তি কারখানায় থাকা টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে মালিককে কারখানার মধ্যে বন্ধ রেখে তালা দিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘুম ভাঙলে দেখেন আশপাশ সব ফক্কা। শ্যামসুন্দর বাবু বলেন, “ঘুম ভাঙলে ঘটনাটি বুঝতে পারি সবটা। তখনই লোকজনদের ডাকাডাকি শুরু করতে শুরু করি। বাড়িতে খবর পাঠাই। বাড়ির লোক এবং এলাকার লোকজন এসে তালা ভেঙে উদ্ধার করে আমায়। পুলিশ তদন্ত শুরু করছে।” এক প্রতিবেশী বলেন, “সকালে কয়েকজন চাচি-চাচি বলে চিৎকার করছিল। আমি দরজা খুলতে বলল কারখানার সব জিনিস নিয়ে পালিয়ে গিয়েছে।”