TMC News: ৯ দিনেই পদ গেল বিধায়ক-ঘনিষ্ঠের, জায়গা পেলেন কল্যাণ-ঘনিষ্ঠই!

TMC News, Hooghly: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ। অন্যদিকে, নবনির্বাচিত যুব সভাপতি প্রিয়ঙ্কা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ।

TMC News: ৯ দিনেই পদ গেল বিধায়ক-ঘনিষ্ঠের, জায়গা পেলেন কল্যাণ-ঘনিষ্ঠই!
নতুন যুব সভাপতি প্রিয়ঙ্কা অধিকারীImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 01, 2025 | 10:52 AM

হুগলি: সম্প্রতি জেলা তথা রাজ্য স্তরে একাধিক সাংগঠনিক বদল করেছে তৃণমূল। বদলেছে তাদের যুব সভাপতিরাও। কিন্তু সেই রদবদলের পরেও কি সন্তুষ্ট নয় শীর্ষ নেতৃত্ব? গত ২১ জুন রাজ্যের আর সকল জেলার মতো হুগলিতেও বাছাই হয় নতুন যুব সভাপতি ও সহ-সভাপতি। দলের সমাজমাধ্যমে প্রকাশ হয় তালিকা। যাতে দেখা যায়, হুগলি-শ্রীরামপুরে সাংগঠনিক জেলা যুব সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও সহ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন প্রিয়ঙ্কা অধিকারী।

এরপর ৯ দিন কাটতে না কাটতেই ফের রদবদল। মাসের শেষ তারিখেই বদলে গেল হুগলির জেলার তৃণমূলের যুব সভাপতির মুখ। সোমবার নিজেদের সমাজমাধ্যমে নতুন একটি তালিকা প্রকাশ করল তৃণমূল। যাতে দেখা গেল, ন’দিন আগে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হওয়া প্রিয়ঙ্কা হয়ে গেলেন হুগলি-শ্রীরামপুরে সাংগঠনিক জেলার নতুন যুব-সভাপতি। অন্যদিকে অরিজিৎ, তাকে দল টেনে বসাল যুব সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদকের পদে। আপাতত খালি রইল জেলার যুব সহ-সভাপতির পদ। সেখানে এখন কে বসবে সেটাই দেখার বিষয়।

কিন্তু হঠাৎ করেই ন’দিনের মাথায় ফের রদবদলের কারণটাই বা কী? সেই নিয়ে দলের তরফে কোনও সদুত্তর মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ। অন্যদিকে, নবনির্বাচিত যুব সভাপতি প্রিয়ঙ্কা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ।

এদিন নতুন দায়িত্ব পেয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘গোটাটাই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। তারা যখন আমাকে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করে, তখনও আমি তা মাথা পেতে মেনে নিই। আজ যখন তারা নতুন পদ দিয়েছে, আমি সেটাও মাথা পেতেই মেনে নেব।’ অন্য দিকে পদ খুইয়ে কিন্তু লেশ মাত্র ভ্রুক্ষেপ নেই অরিজিতের। তাঁর কথায়, ‘আমি কৃতজ্ঞ, দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। তাদের সিদ্ধান্তই মাথা পেতে নেব।’