Road Accident in Howrah: লিলুয়ায় দুই বাসের সংঘর্ষে জখম ২০, কোনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু আরও এক যুবকের
Road Accident in Howrah: খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য ১৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়।
হাওড়া: বিকালে বৃষ্টি একটু কমতেই রাস্তায় বাড়ছিল ভিড়। কেউ বাজারে বেরিয়েছিলেন, কেউ আবার টিউশানে। এরইমধ্যে হাওড়া লিলুয়ায় কোনা মোড়ে ভয়াবহ সংঘর্ষ হল দুটি বাসের। বুধবার বিকাল ৫টার সময় লিলুয়ার চামরাইল-গোলাবাড়ি পেট্রেল পাম্পের সামনে ঘটে ঘটনাটি। জখম প্রায় ২০ যাত্রী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, এদিন ওই রাস্তা দিয়ে দুটি বেসরকারি বাস আসছিল কলকাতার দিকে। আচমকা কোনা মোড়ের কাছে একটি বাসের পিছনে ধাক্কা মারে অন্য একটি বাস। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেষারেষি করতে গিয়ে ঘটেছে এ ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য ১৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। আনা হয় ক্রেন। ক্রেনের সাহায্যেই শেষ পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়া বাস দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ সূত্রে খবর, চামরাইলে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ধুলাগড়-সল্টলেক রুটের একটি বাস। বেশ কিছু যাত্রী সেই সময় বাসটি থেকে নামছিল। ঠিক তখনই দুর্গাপুর থেকে কলকাতাগামী আরও একটি বেসরকারি বাস ধাক্কা মারে।
অন্যদিকে এদিন হাওড়ায় আরও একটি পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। যে বাসে তিনি চড়েছিলেন সেই বাসের তলাতে পড়েই প্রাণ গেল তাঁর। এদিন দুপুরে ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেসওয়ের মৌখালির কাছে। পুলিশ সূত্রে খবর, ধুলাগড়-শিয়ালদহ রুটের একটি কোনা এক্সপ্রেসওয়ে ধরে ধুলাগড়ের দিকে যাচ্ছিল একটি বাস। ওই বাসের দরজার সামনে দাঁড়িয়ে ঝুলছিলেন শাহাবাজ আলি (২৪) নামে এক যুবক। কোনওভাবে তিনি বাস থেকে পড়ে যান। তাতেই ঘটে এই বিপত্তি।