উলুবেড়িয়া: গতি নিয়ন্ত্রণের দায়িত্ব তাঁদের ওপরেই। কিন্তু সেই গতিই কাল হল পুলিশের। দুরন্ত গতিতে ছুটে আসা পুলিশের গাড়ি (Police Car Accident) নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে গেল। দুমড়ে মুছড়ে একাকার হয়ে গিয়েছে গাড়ির অংশ। স্টিয়ারিংয়ের মাঝে আটকে গিয়েছিল পুলিশের গাড়ির চালক। পিছনের সিটের মাঝে আটকে ছিল দুই পুলিশ কর্মীর রক্তাক্ত শরীর। গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। আশঙ্কাজনক চালকও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia) বীরশিবপুর এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুলিশের ওই গাড়িটি খড়্গপুর থেকে কলকাতায় আসছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা দূর থেকেই পুলিশের গাড়িটিকে স্বাভাবিকের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে আসতে দেখছিলেন। চোখের নিমেশে উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে একটি পুলিশের লোহার রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির সামনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে।
দৃশ্য দেখে দূর থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। আহত পুলিশ কর্মীদের গাড়ির ভিতর থেকে বার করে এনে
উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুরন্ত গতিই এই দুর্ঘটনার কারণ। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত জনবহুল এলাকা। সেখানে গতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। তারপরও কীভাবে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।