হাওড়া: বহুতলে আগুন। প্রচন্ড শব্দে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে খবর। রবিবারের এই ঘটনায় আহত হন এক ব্যক্তি। বিজয়কুমার জয়সওয়াল নামে অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যার পর হাওড়া (Howrah) জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে বেলুড়ের ৬৫/১ গিরিশ ঘোষ রোডের একটি বহুতলে। এদিন সাড়ে ৫টা নাগাদ বেলুড়ের ৬৫/১ গিরিশ ঘোষ রোডের ওই বহুতলে আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়ায়। বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। প্রশ্ন উঠছে বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নাঘরে থাকা একটি গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় বহুতলের আবাসিকদের মধ্যে। আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়রা। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। অমরজিৎ পাল নামে এক বাসিন্দা জানান, এদিন বিকেলে রান্না করার সময়ই ওই সিলিন্ডার থেকে আগুন লাগে। আর সেই আগুন নেভাতে গিয়েই অগ্নিদগ্ধ হন বিজয়কুমার।
অল্পের জন্য রক্ষা পান তাঁর স্ত্রী-সহ পরিবারের অন্য সদস্যরা। স্থানীয়রাই খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল পৌঁছে দেখে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে ওই ফ্ল্যাট থেকে। আতঙ্কে বহুতলের নীচে ছোটাছুটি করছেন স্থানীয় বাসিন্দারা। ফেটে যাওয়া সিলিন্ডারটি একেবারে তুবড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর সিলিন্ডারটি পরীক্ষার জন্য নিয়ে যান দমকলের আধিকারিকরা।